১৬ জুলাই কারারুদ্ধ শেখ হাসিনা এবং প্রথম নেত্রী হিসাবে গ্রেফতার হন বনশ্রী বিশ্বাস স্মৃতি কনা

নাসিম হোসেন

১৬ জুলাই কারারুদ্ধ শেখ হাসিনা এবং প্রথম নেত্রী হিসাবে গ্রেফতার হন বনশ্রী বিশ্বাস স্মৃতি কনা

নিজস্ব প্রতিবেদকঃ

আজ ১৬ জুলাই। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস। ২০০৭ সালে ১৬ জুলাই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আজকের প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে গ্রেফতার করে কারাগারে নিয়ে যায়। দিনটিকে ‘গণতন্ত্র অবরুদ্ধ দিবস’ হিসেবে পালন করে আসছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। 


ধানমণ্ডির সুধা সদনের বাসভবন থেকে গ্রেফতারের আগে তৎকালীন সেনা সমর্থিত ওই সরকার আওয়ামী লীগ সভাপতির নামে একাধিক দুর্নীতির মামলা দেয়। এসব মামলায় দীর্ঘ ১১ মাস সংসদ ভবনে স্থাপিত বিশেষ কারাগারে বন্দি রাখা হয় তাকে। 


একই দিনে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভানেত্রী, ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য, রিজিওন চেয়ারপারসন জেলা ৩১৫ বি টু, লায়ন্স ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠিতা, ওমেন ওরিন্টেড লায়ন্স ক্লাব অফ ঢাকা মনিং সান, মুক্তিযোদ্ধার সন্তান, বনশ্রী বিশ্বাস স্মৃতি কনা যনি প্রথম মহিলা নেত্রী হিসাবে ২০০৭ সালের এই দিনে গ্রেফতার হন।


বনশ্রী বিশ্বাস স্মৃতি কনা বলেন, ‘‘আজ স্বরনের ১৬ই জুলাই। ইতিহাসের কালোদূত ১/১১ র নীল নক্সায় মিথ্যা ষড়যন্ত্রে মামলায় ২০০৭ সালে এইদিন গ্রেফতার করে  বঙ্গবন্ধু কন্যা দেশ দরদী শেখ হাসিনা কে। প্রিয় আপা প্রাণের নেত্রীর এ অপমান সয্য করিনি, কোলের সন্তানদের ঘুমন্ত রেখে ঢাকার কোট চত্বর কাপিয়ে ছিলাম মহিলা আওয়ামী লীগের স্বল্প কিছু বোনদের সাথে নিয়ে, "সামরিক জান্তা নিপাত যাক, শেখ হাসিনা মুক্তি পাক""এই স্লোগানে। কলুপে হাত রেখে বলতে পারি সবঝুকি তুচ্ছ করে ঝড় বাদল আধার রাতে, ছিলাম আছি থাকবো চিরকাল আপনার সাথে নেত্রী। সেদিন ঢাকা কোট চত্বরের প্রতিবাদ মিছিল থেকে আমি, বন্ধু নাসিমা, বোন পারুল ও লাভলী সহ গ্রেফতার হয়ে কারাগারে নিক্ষিপ্ত হই। দীঘ আট মাস ১০ দিন কারা নিযাতন ভোগ করি। ইতিহাস এর সাথে চলি বলে কালো সানগ্লাস এ আমার চোখ ডাকতে হয়না। আর রাজনীতি টাও অনেক এর মত পেশা হিসাবে নিতে পারিনি। আমার বিবেক প্রত্যয় ও সাহস একি লক্ষ্যে শানিত আদর্শ বিপ্লব শানিত চেতনা আমাকে টানে, গর্ব করি বীর মুক্তিযোদ্ধা র সন্তান হিসেবে জননী জন্মভূমি আমার আরাধনা ও আনুগত্যের এক মাত্র সোপান। তা-ই তো আমি ঝাপিয়ে পড়ি, দায়িত্ব বোধে, আজ তাই সেদিনের দুঃসময়ে প্রিয় নেত্রী র মুক্তি ও ন্যায় বিচারের দাবীতে দেশে বিদেশে আন্দোলন গড়ে তুলেছেন, আন্তাহুতি দিয়েছেন, করেছেন কারাবরণ সেই সকল সংগ্রামী সাথীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা’’


বনশ্রী বিশ্বাস স্মৃতি কনা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একজন দূঃসময়ের কান্ডারী। এখন অনেক নেতা বা নেত্রী গুরুত্বপূর্ণ পদে রয়েছে যারা হাইব্রিড বা সুসময়ে ভেসে আসা। কিন্তু বনশ্রী বিশ্বাস স্মৃতি কনা সেই সময়ে গ্রেফতার হওয়ার পর ও গুরুত্বপূর্ণ পদে নেই।