সিরাজগঞ্জের নলকায় ফুলজোড় নদীতে সিস্টেম ড্রেজিং ও পুনঃ খনন কাজের উদ্বোধন

নাসিম আহমেদ রিয়াদঃ

সিরাজগঞ্জের নলকায় ফুলজোড় নদীতে সিস্টেম ড্রেজিং ও পুনঃ খনন কাজের উদ্বোধন
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের নলকায় ফুলজোড়, করতোয়া বাঙালী ও হুরা সাগর নদী সিস্টেম ড্রেজিং ও পুনঃ খনন কাজের উদ্বোধন করা  হয়েছে। 

শনিবার (৬ ফেব্রয়ারি)  সকালে সিরাজগঞ্জের নলকা এলাকায় ফুলজোড় নদীর তীরে পানি সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার এই কাজের উদ্বোধন করেন।


এসময় সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী  শফিকুল ইসলাম, প্রকল্প পরিচালকসহ পানি উন্নয়ন বোর্ডের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রনালয়ের অধীনে গাইবান্ধা-বগুড়া ও সিরাজগঞ্জ জেলায় বাঙ্গালী, করতোয়া, ফুলজোড় ও হুরা সাগর নদী ড্রেজিং/পুনঃ খনন ও পার সংরক্ষণ  প্রকল্পে ২১৭ কিলোমিটর নদীপথ খনন ও নদীতীর সংরক্ষণ করা হবে।


এতে ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৩৩৫ কোটি ৬০ লাখ টাকা। বাংলাদেশ সেনাবাহিনী খনন প্রক্রিয়া বাস্তবায়ন করবে।