সিরাজগঞ্জে নবীদুল ইসলাম চেয়ারম্যানের নিজস্ব অর্থায়নে-ঈদ উপহার শাড়ী ও লুঙ্গী বিতরন

সিরাজগঞ্জে নবীদুল ইসলাম চেয়ারম্যানের নিজস্ব অর্থায়নে-ঈদ উপহার শাড়ী ও লুঙ্গী বিতরন
ছবি: সংগৃহীত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ "স্বাস্থ্য বিধি মেনে" - সিরাজগঞ্জ সদর উপজেলার ১০ নং সয়দাবাদ ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান  আলহাজ্ব মোঃ নবীদুল ইসলাম এর  নিজস্ব অর্থায়নে- পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে-   গরীব, দুঃস্থ,  অসহায়,  কর্মহীন,  দরিদ্র শ্রমিকদের মাঝে লুঙ্গী  এবং গরীব, অসহায় নারীদের মাঝে শাড়ী কাপড় বিতরণ করা হয়েছে।

 শনিবার (১ মে -২০২১) দিনব্যাপী ইউনিয়নের     মুলিবাড়ী, গুচ্ছ গ্রাম ও দুখিয়াবাড়ী ৪ পাড়ায় ঘুরে ঘুরে  মোট ৪৭৫ জন নারীদের মাঝে  শাড়ি কাপড় ও ১২০ জন গরীব ও শ্রমিকদের মাঝে ঈদ উপহার হিসেবে লুঙ্গি বিতরণ করেন, নিজ হাতে ১০ নং সয়দাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নবীদুল ইসলাম। তিনি গত সপ্তাহ হতে এ সব ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী  ও শাড়ী কাপড়, লুঙ্গি  বিতরন  কার্যক্রম অব্যাহত রেখেছেন। এসব ঈদ উপহার পেয়ে সয়দাবাদ ইউনিয়নের   গরীব, দুস্থ, অসহায় মানুষেরা ভীষণ খুশি হয়েছেন। চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নবীদুল ইসলাম সবাইকে করোনা ভাইরাস মোকাবেলায়  স্বাস্হ্যবিধিমেনে চলার আহবান জানান।