সিরাজগঞ্জে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জনখাদ্য নিরোপত্তা ও জীবিকায়ন জোরদারকরন প্রকল্পের অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জনখাদ্য নিরোপত্তা ও জীবিকায়ন জোরদারকরন প্রকল্পের অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ সদর  উপজেলার ১০ নং সয়দাবাদ ইউনিয়ন পরিষদে ঝু্কিপূর্ণ জনগোষ্ঠীর খাদ্যনি রাপত্তা ও জীবিকায়ন জোরদার করন প্রকল্প অবহিত করন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ আগষ্ট) সকালে ইউনিয়ন পরিষদের হলরুমে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রোস্তম আলী।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,  সদর উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ হারুন অর রশীদ।
স্বাগত বক্তব্যে রাখেন, সোসাল ওয়ার্স সেন্টার  (এস ডব্লিউসি)  নির্বাহী পরিচালক মোঃ শফিকুল  ইসলাম। 
অনু্ষ্ঠানের সভাপতিত্ব করেন, ইউপি সদস্য আব্দুল মোমিন।
প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন, ই ওয়াইপিই প্রকল্পের সুপার ভাইজার মোঃ ইউনূস, আলী ।
এসময় আরো বক্তব্যে রাখেন, এস ডব্লিউসি কার্যকরী কমিটির সভাপতি সায়মা আক্তার, সয়দাবাদ ইউপি সদস্য সিরাজুল ইসলাম, সাবেক ইউপি সদস্যা 
সুফিয়া খাতুন প্রমুখ। কর্মশালায় কমিটির ৪০ জন সদস্য /সদস্যা  উপস্থিত ছিলেন।