সিরাজগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

সিরাজগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ  

১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উপলক্ষে, সিরাজগঞ্জ জেলা  জেলা আওhhttয়ামী লীগ ও জেলা প্রশাসন  আয়োজনে - জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি এবং জাতীয় চারনেতা প্রতিকৃতি পুস্পমাল্য অর্পন, দোয়া ও মোনাজাত,  জেলা  আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ এম, মনসুর আলী অডিটোরিয়ামে -কেক কর্তন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। 

বুধবার সকালে উক্ত আলোচনা সভা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর- কামারখন্দ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না। এতে সভাপতিত্ব করেন,  জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।  
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম, 
  জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে, এম হোসেন আলী হাসান, সহ-সভাপতি  বীরমুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য, বীরমুক্তিযোদ্ধা অ্যাডঃ বিমল কুমার দাস,   পৌরমেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা সিরাজী, আলহাজ্ব ইসহাক আলী,  ভারপ্রাপ্ত সিভিল সার্জন আশরাফুন নাহার , ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সামাদ তালুকদার প্রমুখ। সন্ধ্যায় এম, মনসুর আলী অডিটোরিয়ামে নাটক কারাগারের রোজনামচায় এবং সংগীত পরিবেশন করা হয়।     
এসময় অনুষ্ঠানে   সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ এবং সকল সহযোগিতা অংগসংগঠনের নেতাকর্মীরা সহ সিরাজগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দরা এবং সাংবাদিকবৃন্দ ,সাংস্কৃতিক ব্যক্তিবর্গরা, সুশীল সমাজ ও সাধারণ মানুষেরা  উপস্থিত ছিলেন  ।  এছাড়াও সিরাজগঞ্জ পৌরসভা,  আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), পানি উন্নয়ন বোর্ড, মহিলা বিষয়ক অধিদপ্তর,  সিরাজগঞ্জ সরকারি কলেজ,  ইসলামিয়া সরকারি কলেজ,  সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজ, ভাসানী ডিগ্রি কলেজ, রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান কলেজ, যমুনা ডিগ্রি কলেজ,  সরকারি সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়, গৌরি আরবান বালিকা উচ্চ বিদ্যালয়,  ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়, রেলওয়ে কলোনী উচ্চ বিদ্যালয়, , জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়, সবুজ কানন স্কুল এন্ড কলেজ, ভদ্রঘাট শামসুন মহসীন  উচ্চ বিদ্যালয় সহ সরকারি বেসরকারি সকল স্কুল, কলেজ, মাদ্রাসা এবং জেলা -উপজেলার সকল  সরকারি -,বেসরকারি  প্রতিষ্ঠান দিবসটি নানা আয়োজনে পালন করেছে।