সিরাজগঞ্জে ছিন্নমূলদের পাশে আমরা এর সেলাইমেশিন ও ছাগল বিতরণ 

নাসিম আহমেদ রিয়াদঃ

সিরাজগঞ্জে ছিন্নমূলদের পাশে আমরা এর সেলাইমেশিন ও ছাগল বিতরণ 
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় গ্রামীণ দরিদ্র, বিধবা, স্বামী পরিত্যক্তা অসহায় ও দুস্থ নারীদের সামাজিকভাবে স্বাবলম্বী করতে সামাজিক সংগঠন ছিন্নমূলদের পাশে আমরা  এর সহায়তায় ছাগল ও সেলাইমেশিন বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার সকাল ৯ টায় উপজেলার শেরনগর গ্রামে সমাজ ও মানবাধিকার কর্মী তানভীর আনজুম তুষার এর সভাপতিত্বে ছাগল ও সেলাইমেশিন উপকারভোগী নারীদের হাতে তুলে দেয়া হয়।

সামাজিক সংগঠন ছিন্নমূলদের পাশে আমরা  এর প্রতিষ্ঠাতা লামিয়া মহসিন বলেন, " আমাদের প্রজেক্ট স্বয়ং এর আওতায় এই  নারীদের হাতে তুলে দেয়া হয়েছে জীবিকাসংস্থানের কিছু উৎস- ছাগল এবং সেলাই মেশিন। সকলের সহায়তায় আমরা পাশে দাঁড়াতে চাই এমন আরো নারীর পাশে, সুযোগ করে দিতে চাই ঘুরে দাঁড়াবার।"

সমাজ ও মানবাধিকার কর্মী তানভীর আনজুম তুষার বলেন, " সুলতানা খাতুন, শেফালী, কল্পনা রানী এবং খুশি পোদ্দার এই নারীদের সংগ্রামের গল্পগুলো এক, অভিন্ন। কিন্তু নির্যাতন এবং পারিবারিক সহিংসতার শিকার হয়েও তারা ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেন। আর তাদের এই স্বপ্ন বাস্তবায়নে ছিন্নমূলদের পাশে আমরা এর এই ছোট প্রয়াস।" সিরাজগঞ্জে বেলকুচি উপজেলায় এই আয়োজন করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন  করেন তিনি। 

এই সময় আরো উপস্থিত ছিলেন, মোঃ মানিক প্রাং, ইউপি সদস্য মোফাজ্জল ইসলাম, সমাজকর্মী এস.এম ওমর ফারুক, মোহাম্মদ  রহমতুল্লাহ, আবু-সুফিয়ান সহ আহমেদ সিফাত প্রমুখ।