সিরাজগঞ্জে চাঞ্চল্যকর  বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম হত্যাকারী মামলায় পিস্তল সহ আরো ২ জন গ্রেফতার

সিরাজগঞ্জে চাঞ্চল্যকর  বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম হত্যাকারী মামলায় পিস্তল সহ আরো ২ জন গ্রেফতার

আজিজুর রহমান মুন্না,  সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে চাঞ্চল্যকর বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম খানের হত্যা মামলায় ৬ নং আসামি ও প্রধান আসামী  শাহাদৎ হোসেন বুুদ্দিনের  ছেলে মোঃ সাব্বির হোসেন (২০)কে একটি বিদেশি পিস্তল সহ  সিরাজগঞ্জ সদর উপজেলার  খোকশাবাড়ী ইউনিয়নের ফকির তলা হতে  গ্রেফতার করেছে সদর  থানা পুলিশের একটি টিম। 
ওই ঘটনায় জড়িত তদন্তে প্রাপ্ত আসামি রতন নামের আরেক আসামিকেও গ্রেফতার করেছে। বৃহস্পতিবার সকালে সদর থানার সামনে আসামি ২ জনকে হাজির করা হয়।  এক সংবাদ সম্মেলনে সাংবাদিক সম্মেলন করেন সদর থানার ওসি বাহাউদ্দীন ফারুকী। এ সময়  অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার সহ সিরাজগঞ্জ সাংবাদিকদের একাংশ উপস্থিত ছিলেন।    
 

প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি-২০২১ সিরাজগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদে ভোট গণনায় ৮৫ ভোটে বিজয়ী হন তরিকুল ইসলাম। ফলাফল ঘোষণা হওয়ার পরপরই পরাজিত প্রার্থী শাহাদত হোসেন বুদ্দিনের সমর্থকগণ বিজয়ী প্রার্থীদের উপর হামলায় চালায়। এ সময় পরাজিত প্রার্থী শাহাদৎ হোসেন বুুুদ্দিনের সমর্থকদের ধারালো অস্ত্রের আঘাতে শহীদগঞ্জ ভোট কেন্দ্রের সামনে
 বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম খান কে  গুরুতর আহত হন। ওইদিন রাত ৮টার দিকে শহরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

পরদিন রোববার (১৭ জানুয়ারী) রাতে নিহতের ছেলে একরামুল হক হৃদয় বাদী হয়ে পরাজিত প্রার্থী ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন বুদ্দিনকে প্রধান আসামী করে ৩২জনের নাম উল্লেখ করে আজ্ঞাত আরো ৪০/৫০ জনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় এ মামলায় এ পর্যন্ত ১০ জন আসামীকে গ্রেফতারে করে জেলাহাজতে প্রেরণ করা হয়।