সুইজারল্যান্ড আওয়ামীলীগের উদ্যোগে জেনেভায় জাতীয় শোক দিবস পালন

সুইজারল্যান্ড আওয়ামীলীগের উদ্যোগে জেনেভায় জাতীয় শোক দিবস পালন
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদকঃ

গভীর শোক, শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় মধ্য দিয়ে সুইজারল্যান্ড আওয়ামীলীগের উদ্যোগে জেনেভায় জাতীয় শোক দিবস পালন।

জেনেভার ঐতিহ্যবাহী কমিউনিটি হল মহাত্মা গান্ধিতে  ২২ আগষ্ট রবিবার অর্ধ দিবস ব্যাপী যথাযথ মর্যাদা, শোক ও গভীর  শ্রদ্ধায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকী তথা জাতীয় শোক দিবস ও ২১শে আগষ্টের গ্রেনেড হামলার শহীদদের স্বরনে দিবসটি পালন করেছে সুইজারল্যান্ড আওয়ামী লীগ। দলের সাধারন সম্পাদক শ্যামল খানের  সঞ্চালনায় এবং সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে এ শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনেভাস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, এসময় মঞ্চে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড  আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুন অর রশিদ বেপারী, সুইজারল্যান্ড আওয়ামী লীগের  উপদেষ্টা ও সাবেক নির্বাচন কমিশনার ইমরান খান মুরাদ।


জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে শোক সভার শুরু করেন উপস্থিত নেতা কর্মী ও অতিথিগন। অতঃপর পবিত্র কোরআন তেলোয়াত করেন সাবেক সভাপতি হারুন অর রশিদ বেপারী, গিতা পাঠ করেন উপদেষ্টা আশোক কুমার সরকার রবি, ত্রিপিটক পাঠ করেন সহ সভাপতি অরুন য্যোতি বরুয়া।  
বঙ্গবন্ধু ও জাতীয় শোক দিবসের এর আলোচনায় অংশগ্রহন করেন সহ সভাপতি স্বপন হালদার, সহ সভাপতি জাহানারা বাশার, সহ সভাপতি মোবারক আলী, সহ সভাপতি আনিস হোসাইন, সহ সভাপতি মোর্শেদ গোলাম,  মুক্তিযুদ্ধ  বিশেষজ্ঞ, ব্লগার ও সাংবাদিক অমি রহমান পিয়াল, সিনিয়র আওয়ামী নেতা ও উপদেষ্টা আব্দুর রব, উপদেষ্টা ও ঘাতক দালাল নির্মূল কমিটি সুইজারল্যান্ডের সভাপতি খলিলুর রহমান মামুন, সিনিয়র আওয়ামী নেতা ও জেনেভা বাংলাদেশ ক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম জমাদার, সিনিয়র আওয়ামী নেতা ও বঙ্গবন্ধু পরিষদের সাবেক সাধারন সম্পাদক কাজী আসাদুজ্জামান, আওয়ামী যুবলীগ সুইজারল্যান্ডের সভাপতি জুয়েল মল্লিক, তথ্য ও গবেষণা সম্পাদক গৌরি চরন সসীম, আকন আজাদ প্রমুখ।


স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারন সম্পাদক মাসুম খান দুলাল।
আলোচনায় প্রায় সকলেই জাতির পিতার আত্মস্বীকৃত খুনিদের পিছনে থাকা পরিকল্পনাকারী ও সুবিধাভোগকারী সকলকে আইনের আওতায় আনার জোর দাবি জানান। সেইসাথে বিদেশে পলাতক সাজা প্রাপ্তদের অতি দ্রুত দেশে এনে সাজা কার্যকর করার দাবিও জানান আলোচকগণ।
জেনেভা এবং সুইজারল্যান্ডের বিভিন্ন শহর থেকে বিপুলসংখ্যক নেতা কর্মী ও তাদের পরিবারবর্গ এই মহতি আয়োজনে অংশগ্রহন করেন। 
আয়োজন ও আপ্যায়নে সার্বিক সহযোগীতায় ছিলেন উপদেষ্টা মোহাম্মদ মহসিন, সহ সভাপতি মশিউর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আকবর আলী, জেনেভা বাংলাদেশ ক্লাবের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম আজাদ, শ্রমিক লীগের সাবেক সাধারন সম্পাদক কল্যান পাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিজাম উদ্দীন, বেলাল চৌধুরী, আইয়ান জুনায়েদ সহ আরো অনেকে।
সাধারন সম্পাদক শ্যামল খান জিয়াউর রহমান ও খন্দকার মোস্তাক আহমেদের মরণোত্তর বিচারের দাবি জানিয়ে এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে শোক সভার সমাপনী ঘোষণা করেন।