শিয়ালকোলে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা ও চিত্রাংকন কার্যক্রম  অনুষ্ঠিত

শিয়ালকোলে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা ও চিত্রাংকন কার্যক্রম  অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ: আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি (সিইপি)
উদ্যোগে আলোচনা সভা ও তৃণমূল নারীদের অংশগ্রহণে ছবি এঁকে ক্যানভাস তৈরির  বিষয় বিষয়বস্তু ছিলো নেতৃত্বে নারী সমান অংশ গ্রহণ । 
বুধবার (১০মার্চ) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের  আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল হাইস্কুল এন্ড কলেজ চত্বরে - আয়োজনটিতে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে  বক্তব্য রাখেন এবং তৃণমূল নারীদের অংশগ্রহণে ছবি এঁকে ক্যানভাস তৈরীর চিত্রাঙ্কন কার্যক্রমে সূচনা করেন, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নাসিম রেজা নূর দিপু,  মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা,   মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের  উপ-পরিচালক কানিজ ফাতেমা । এ সময় আরো উপস্থিত ছিলেন,  আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মাসুদ রানা, সহকারি  প্রধান শিক্ষক গোপাল চন্দ্র রায়, সহকারী  শিক্ষক মৌপিয়া ইসলাম, সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক  শিউলি খাতুন, সদর উপজেলা মুক্তিযুদ্ধ আওয়ামী প্রজন্মলীগের প্রচার সম্পাদক, সাংস্কৃতিক কর্মী মৌ দেবী গুপ্তা।
স্বাগত বক্তব্য রাখেন,  ব্র্যাক জেলা সমন্বয়ক মোঃ রইস উদ্দিন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি'র   আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ জিল্লুর রহমান। আমন্ত্রিত চিত্রশিল্পী মাহমুদ শরীর অংশগ্রহণকারি তৃণমূল নারীদের উদ্দেশ্যে ক্যানভ্যাস তৈরির বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করেন। অনুষ্ঠানে আলোচনা শেষে অতিথিবৃন্দরাও ছবি এঁকে ক্যানভাস কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।         
আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে ব্র্যাকের উদ্যোগে নেতৃত্বে নারীর সমান অংশ গ্রহণ বিষয়ে তৃণমূল নারীদের ছবি এঁকে ক্যানভাস তৈরি কার্যক্রমে ২০ জন নারী অংশ গ্রহণ করেন।  ১০ ফুট বাই ৫ ফুট  সাদা কাপড়ের ক্যানভাসের উপর ছবি আঁকার ব্যতিক্রমী এই আয়োজনে চিত্রাংকনে অংশগ্রহণ কারী সকলেই ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির কমিউনিটিভিত্তিক তৃণমূল নারী সংগঠন পল্লী সমাজের সদস্য ও পরিবার সংশ্লিষ্ট জন। 
সমাপনী পর্বে নারীদিবসের এই আয়োজন নিয়ে অনুভতি  ব্যক্ত করেন তৃণমূল নারী সংগঠন পল্লী সমাজের প্রতিনিধি,  আমন্ত্রিত চিত্রশিল্পী ও অতিথি বৃন্দ। এরপর ক্যানভাস চিত্রাঙ্কন অংশগ্রহন কারী ও অতিথিদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে। অনুষ্ঠানটি পরিচালনা করেন,  ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সেক্টর স্পেশালিস্ট শরিফুল আলম। সার্বিক সহযোগিতা করেন, কর্মসূচির ফিল্ড অর্গনাইজার মোঃ সাইফুল ইসলাম।