শারজায় ফারিক আল ইবদাহ টাইপিং এন্ড কপিং সার্ভিসের উদ্বোধন

শারজায় ফারিক আল ইবদাহ টাইপিং এন্ড কপিং সার্ভিসের উদ্বোধন
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদকঃ


আজ ২নং সানাইয়া শারজায় ফারিক আল ইবদাহ টাইপিং এন্ড কপিং সার্ভিসের নিজস্ব মালিকানায় প্রধান বক্তা হিসেবে উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগ জাতীয় নির্বাচন পরিচালনা উপ-কমিটর সদস্য এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রসায়নবিদ আলহাজ্ব ড. জাফর ইকবাল।

এখানে বাংলাদেশী সহ পৃথিবীর সব দেশের মানুষ এই প্রতিষ্ঠান থেকে সেবা নিতে পারবে, যেমন মেডিকেল, ফ্যামিলি ভিসা, কোম্পানি সেটআপ, পিআরও সার্ভিস, কোম্পানি বন্ধকরণ, পার্টনার ভিসা, ভিজিট ভিসা,লেবার ভিসা, ইনভেস্টর ভিসা,ফটোকপি, সব বিমানের টিকেট ও নরমাল অনুবাদ। গাড়ির মুলকিয়া নবায়ন ও বিভিন্ন ফাইন পরিশোধ করার জন্য সহায়তা করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের ইমিগ্রেশন অফিসার জনাব ওমর সাঈদ খালফান সালিম আল হাশিমী।

উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় উপ-কমিটির সদস্য আবু নাসের চৌধুরী। সভাটি পরিচালনা করেন হেলাল উদ্দিন রিপন। উক্ত অনুষ্ঠানে আত্মীয় স্বজনসহ বঙ্গবন্ধু ফাউন্ডেশন সংযুক্ত আরব আমিরাত শাখা কমিটির অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।