শান্তিপুর্নভাবে শেষ হলো কাজীপুর ১আসনের উপ-নির্বাচন এবার ফলাফলের পালা 

শান্তিপুর্নভাবে শেষ হলো কাজীপুর ১আসনের উপ-নির্বাচন এবার ফলাফলের পালা 

শাহিন রেজাঃ শান্তিপুর্নভাবে সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদর একাংশ) আসনের ভোটগ্রহন শেষ হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে  এবার  এই প্রথম  ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহণ করা হয়। ভোটচলাকালিন সময়ে কোথাও কোন অপ্রতিকার ঘটনার খবর পাওয়া যায়নি। 

  
নির্বাচনে আওয়ামীলীগ থেকে নাসিমপূত্র প্রকৌশলী তানভীর শাকিল জয় নৌকা প্রতীক নিয়ে এবং বিএনপি থেকে সেলিম রেজা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

সকাল সাড়ে নয়টার দিকে কাজিপুর উপজেলার বেড়িপোটল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটপ্রদান করেন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী প্রকৌশলী তানভির শাকিল জয়। এরপর বেলা এগারটার দিকে উপজেলার চালিতাডাঙ্গা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটপ্রদান করেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সেলিম রেজা।

উপজেলার মোট ১৭১ টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হচ্ছে। আসনটিতে এবারই প্রথম ইভিএম ব্যবহার করা হচ্ছে। নির্বাচনী এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এই আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৬৪ হাজার ৭৬৪ জন। 

উল্লেখ, গত ১৩ জুন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন। তার মৃত্যুতে এই আসনটি শুন্য ঘোষনা করেন নির্বাচন কমিশন।