শেখ হাসিনার নেতৃত্বে দেশ সঠিকভাবে করোনা মোকাবিলা করছে: আব্দুর রহমান

সিনিয়র রিপোর্টার, ঢাকাঃ

শেখ হাসিনার নেতৃত্বে দেশ সঠিকভাবে করোনা মোকাবিলা করছে: আব্দুর রহমান
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেছেন, বিশ্বের বড় বড় দেশগুলো করোনা মোকাবিলা করতে হিমশিম খেলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সঠিকভাবে করোনা মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে। এজন্য বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকা দুটোই সমানভাবে চলমান। আওয়ামী লীগের মাটি ও মানুষের দল বলেই দেশের মানুষের জীবন রক্ষা করার পাশাপাশি জীবিকাও রক্ষা করছে। 

মঙ্গলবার ধানমন্ডি আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ছাত্রলীগের সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির  বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। 

আব্দুর রহমান বলেন, বাংলাদেশ ছাত্রলীগ করোনার শুরু থেকে শেখ হাসিনার নির্দেশনায় মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা এদের সাধুবাদ জানাই। আমাদের নেত্রী ছাত্রলীগকে যেভাবে দেখতে চান সে বিষয়ে নিয়েও আজকে আলোচনা করা হয়েছে। আগামী দিনে ছাত্রলীগ আরো মানবিক হয়ে কাজ আরো এগিয়ে যাবে সেটাই আমরা আশা করি। কারণ দেশের গৌরবোজ্জ্বল ইতিহাস সঙ্গে বঙ্গবন্ধু হাতে গড়া সংগঠন ছাত্রলীগ জড়িয়ে আছে। সংগ্রাম ও সাফল্যের অপর নাম ছাত্রলীগ।  

তিনি আরো বলেন, অতীতে যেভাবে ছাত্রলীগ অসহায় মানুষকে খাদ্যসহ নানা সহায়তা পৌঁছে দিয়েছে এবং করোনাভাইরাস সম্পর্কে মানুষকে সচেতন করেছে সেভাবে শোকের মাস আগস্টে আরো বেশি মানবিক কর্মকাণ্ড চালিয়ে যেতে হবে। শুধু করোনা নয়, যেকোনো পরিস্থিতিতে আরো মানবিক হয়ে দেশের মানুষের জন্য ছাত্রলীগকে কাজ করতে হবে। 

বৈঠকে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃনাল কান্তি দাস, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল, অ্যাডভোকেট আফজাল হোসন, বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় সদস্য ইকবাল হোসেন অপু প্রমুখ।