রেড ক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের বার্ষিক সাাধারণসভা  অনুষ্ঠিত।

রেড ক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের বার্ষিক সাাধারণসভা  অনুষ্ঠিত।

আজিজুর রহমান মু্ন্না, সিরাজগঞ্জঃ
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের   বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত  এবং তিন  বৎসর মেয়াদি কমিটি গঠন করা হয়েছে।  

 মঙ্গলবার   (১ ডিসেম্বর ২০২০) সকালে   সিরাজগঞ্জ সরকারি কলেজে'র শেখ কামাল অডিটোরিয়ামে উক্ত অনুষ্ঠানের 

 প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন,  - বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাননীয় ভাইস চেয়ারম্যান এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিজ এর গভর্ণিং বডির অন্যতম সদস্য প্রফেসর ডাঃ মোঃ হাবিবে মিল্লাত এমপি।

 তিনি বলেন, রেডক্রিসেন্ট সোসাইটি হলো  আন্তর্জাতিক মানবতা, স্বেচ্ছাসেবকমূলক প্রতিষ্ঠান সকল দূর্যোগকালীন সময় অসহায়  মানুষদের পাশে থাকতে হয়, তাদের সাহায্যে সহযোগিতা করতে হয়। আমি রেডক্রিসেন্ট সোসাইটিতে এসেছি দূর্যোগকালীন ও   দুঃসময়ে   গরীব,অসহায়, দুস্হ্য মানুষদের   পাশে থাকার জন্য, কিছু দেবার জন্যে, নেবার জন্য নয়।  অনুষ্ঠানে তিনি আরো বলেন, করোনা কালীন সময়ে সবাই মাস্ক পরিধান করবেন, ঘনঘন সাবান/ডিটারজেন্ট বা হান্ড ওয়াস দিয়ে হাত ধৌত করবেন এবং সামাজিক দূরত্ববজায় রাখার  আহবান জানান।       

 বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানের  বিভিন্ন বিষয় উপস্থাপন করে বক্তব্যে রাখেন, রেড ক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের সেক্রেটারি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট  কে,এম হোসেন আলী হাসান ।    

এতেন সভাপতিত্ব করেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও  বাংলাদেশ রেডক্রিসেন্ট সিরাজগঞ্জ ইউনিটের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল লতিফ বিশ্বাস। 

 বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ডেপুটি ডিরেক্টর আব্দুস সবুর মওলা, রেডক্রিসেন্ট সোসাইটি  সিরাজগঞ্জ ইউনিটের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোস্তফা কামাল খান,  জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সামাদ তালুকদার, সংরক্ষিত নারী  আসনের সাবেক  এমপি সেলিনা বেগম স্বপ্না, সিরাজগঞ্জ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের কার্যনির্বাহী কমিটির সন্মানিত সদস্য ফিরোজ তালুকদার,  দানীউল হক দানী মোল্লা,  আসাদ উদ্দিন পবলু প্রমুখ।
 বার্ষিক সাধারণ সভায় তিন বৎসর মেয়াদি নতুন  কমিটির নাম ঘোষণা করেন,  সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এস,এম মনোয়ার হোসেন।      

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ  ইউনিটের ইউনিট অফিসার রবিউল আলম। 

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের কর্মকর্তা তাজুল ইসলাম তাজ। 
   এ সময় আরো রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের আজীবন সদস্যবৃন্দরা  ও যুব রেডক্রিসেন্ট সদস্য/সদস্যারা  উপস্থিত ছিলেন   । 

অনুষ্ঠানে ত   বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের তিন বৎসর মেয়াদি নতুন কমিটিতে আবারো  চেয়ারম্যান হিসেবে বীরমুক্তিযোদ্ধা আবদুল লতিফ বিশ্বাস, সেক্রেটারিতে  বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট  কে, এম হোসেন আলী হাসান সহ অন্যান্যরা নির্বাচিত হন।