যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সিনিয়র রিপোর্টার, ঢাকাঃ

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদকঃ

২৩শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে কেক কর্তন, দোয়া মাহফিল, ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (২৩ জুন) সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শামীম ওসমান এম পি। আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটর ও রাজনীতি ও অর্থনীতি বিশ্লেষক এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী সহ যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃত্ববৃন্দ।


নিউইয়র্কের জ্যাকসন হাইটসে্র বাঙ্গালী অধ্যুসিত ব্যস্ততম এলাকায় সারাদিন জয়বাংলা শ্লোগানে মুখরিত ছিল। 


নিজাম চৌধুরী বলেন, শুরুতে আওয়ামী মুসলিম লীগ নামে যাত্রা শুরু করলেও পরে ‘মুসলিম’ শব্দটি বাদ দিয়ে অসাম্প্রদায়িক সংগঠন হিসেবে প্রসার ঘটে আওয়ামী লীগের। প্রতিষ্ঠার শুরুতে দলটির নেতৃত্বে ছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শামসুল হক। জন্ম নেওয়ার দুই দশক পরই আওয়ামী লীগের বড় অর্জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জন। তাইতো ‘বঙ্গবন্ধু, আওয়ামী লীগ ও বাংলাদেশ’- এই তিনটি নাম ইতিহাসে একই সূত্রে গাঁথা।


এছাড়াও বলেন, দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে আওয়ামী লীগের ভূমিকা প্রত্যুজ্জ্বল। বায়ান্নর ভাষা আন্দোলন, বাষট্টির ছাত্র আন্দোলন, ৬৬’র ছয়দফা আন্দোলন, ঊনসত্তরের গণ-অভ্যুত্থান, সত্তরের যুগান্তকারী নির্বাচন, একাত্তরের মুক্তিযুদ্ধ এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে জয়ী হওয়ার গৌরব রয়েছে আওয়ামী লীগের।


দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ যখন অর্থনৈতিক মুক্তির সংগ্রামে এগিয়ে চলছিল, ঠিক তখনই আঘাত হানে ঘাতকরা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করা হয়।বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন। করোনা মহামারীতে সারা বিশ্ব যখন থমকে দাড়িয়েছে আমাদের প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বের কারনে করোনাকে নিয়ন্ত্রণ রেখেছেন।