মুজিব শতবর্ষ উপলক্ষে লূপর্ণা মূৎসূর্দ্দী লোপার মৌলিক গান প্রকাশিত

সিনিয়র রিপোর্টার, ঢাকাঃ

মুজিব শতবর্ষ উপলক্ষে লূপর্ণা মূৎসূর্দ্দী লোপার মৌলিক গান প্রকাশিত
লুপর্ণা মুৎসুদ্দী (ছবি: সংগৃহীত)

নিজস্ব প্রতিবেদকঃ
স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অবিসংবাদিত এই নেতা শোষিত, বঞ্চিত, নিপীড়িত ও নির্যাতিত বাঙালির মুক্তির ইতিহাসে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। এই মহান নেতার জন্ম না হলে এই অঞ্চলের মানুষের স্বাধীন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন ছিল অসম্ভব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী ২০২০ সালের ১৭ই মার্চ থেকে ২০২১ সালের ১৭ই মার্চ পর্যন্ত সময়কে মুজিববর্ষ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন লূপর্ণা মূৎসূর্দ্দী লোপার গান প্রকাশিত হয়েছে। 

গত ২০২০ সালের ৮ ডিসেম্বর থেকে  ২০২১ সালের ১৭ই মার্চ’র শতবর্ষে শততম গান গায় লূপর্ণা মূৎসূর্দ্দী লোপা।

লূপর্ণা মূৎসূর্দ্দী লোপার মুজিব শতবর্ষ উপলক্ষে নতুন মৌলিক গান তার নিজস্ব ইউটিউব চ্যানেল Luparna Mutsuddi থেকে রিলিজ করা হয়েছে গত ১৭ই মার্চ, ২০২১ইং রাত ১২ঃ০১ মিনিটে।

গানের গীতিকার তাপস আচার্য, সুরকার আর কে জুয়েল চক্রবর্তী। গানটি কাপ্তাইয়ের বিভিন্ন লোকেশন থেকে ভিডিও ধারণ করা হয়েছে।

ইতোমধ্যেই গানটি বেশ সাড়া ফেলেছে সঙ্গীতাঙ্গনে। শ্রোতাদের ভালো গান উপহার দেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বলে জানন লূপর্ণা মূৎসূর্দ্দী লোপা।