মুজিব শতবর্ষ উপলক্ষে ফিনল্যান্ড আ.লীগের পক্ষ থেকে "বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী" বই প্রদান 

মুজিব শতবর্ষ উপলক্ষে ফিনল্যান্ড আ.লীগের পক্ষ থেকে "বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী" বই প্রদান 
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদকঃ

আজ বুধবার (১৮ আগস্ট) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুজিব শতবর্ষ উপলক্ষে ফিনল্যান্ড আওয়ামী লীগের পক্ষ থেকে "বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী" (The unfinished memories) বই টি ফিনল্যান্ডের আলতো বিশ্ব বিদ্যালয়ের প্রফেসর ও হেলসিংকি সিটি কর্পোরেশনের পরিবেশ বিজ্ঞানী প্রিয় লাউলুমা (PIRJo LAULUMA)

এবং কেমিটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর সিওও টিনা পিরা (TIINA PIIRA) কে প্রদান করা হয়।


এসময় উপস্থিত ছিলেন ফিনল্যান্ড আওয়ামী লীগের সন্মানিত সভাপতি জনাব হুমায়ুন কবির, সাধারন সম্পাদক জনাব শাখাওয়াত হোসেন, সহ সভাপতি পলাশ কামালী, সহ সভাপতি মোস্তফা আজাদ বাপ্পী এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হোসাইন আহমেদ টিপু প্রমুখ।


আলোচনা সভায় বক্তারা বলেন, মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এ বইটি বিতরণের উদ্দেশ্য হলো বঙ্গবন্ধুকে বিদেশে সবার মাঝে ছড়িয়ে দেওয়া। আপনারা বঙ্গবন্ধু সম্পর্কে জানবেন এবং অন্যদের জানাবেন। বঙ্গবন্ধুকে জানতে হলে, বুঝতে হলে “বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্ম জীবনী” বইটি পড়ার আহ্বান জানান।