ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা: নিজাম উদ্দিন

সিনিয়র রিপোর্টার, সুইজারল্যান্ডঃ

ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা: নিজাম উদ্দিন
ছবি: সংগৃহীত

যারা বুকের তাজা রক্ত দিয়ে বাংলাকে মায়ের ভাষা ও রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করে গেছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও সশ্রদ্ধ সালাম জানিয়েছেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের জনপ্রিয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন সুইজারল্যান্ড সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন।
একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে নিজাম উদ্দিন বলেন, ‘বাংলা মায়ের দামাল সন্তানেরা যারা জীবনের পড়োয়া না করে আমাদেরকে বাংলা ভাষায় কথা বলার সুযোগ করে দিয়েছেন, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। যাদের আত্মত্যাগের বিনিময়ে এ ভাষা, আজ সে ভাষা তার মূল চরিত্র হারাতে বসেছে। দেয়ালের পোস্টার, লিফলেট, বিলবোর্ড, ম্যাগাজিন সহ বিভিন্ন বইয়ে ভুল বানানের ছড়াছড়ি। আসুন ভাষা শহীদদের ও ভাষাকে শ্রদ্ধা দেখিয়ে আজ আমরা দৃপ্ত কন্ঠে শপথ করি, আমরা সবাই সঠিক বানান, সঠিক উচ্চারণ ও সঠিক ভাবে ভাষার ব্যবহারে সচেষ্ট থাকব।
ভাষা শহীদদের আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে আমরা বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলা গড়ে তুলতে চাই এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের হাতকে শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি’।