বাংলাদেশে সম্প্রীতির মেলবন্ধন অটুট রাখতে হবে: মোঃ ইদ্রিস ফরাজী

সিনিয়র রিপোর্টার, ঢাকাঃ

বাংলাদেশে সম্প্রীতির মেলবন্ধন অটুট রাখতে হবে: মোঃ ইদ্রিস ফরাজী
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদকঃ ইতালী আওয়ামী লীগের সভাপতি ও শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ইদ্রিস ফরাজী বলেন, বাংলাদেশ সহজিয়া  চিন্তার দেশ, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, বাংলাদেশ ধর্মভীরু চিন্তাশীল মানুষের দেশ। এখানে কোন উগ্রবাদী মানুষের ঠাই নেই। সবাইকে নিয়ে মিলে মিশে আমরা আবহমানকাল ধরে এই জনপদে বসবাস করছি। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার যে পরিমিতিবোধের পরিচয় দিয়েছেন সেটা আসলেই অসাধারণ। এই স্বাধীন সার্বভৌম ববাংলাদেশে কোন সংখ্যালঘু নেই। আমরা সবাই এই রাষ্ট্রের নাগরিক এবং এই রাষ্ট্রের নাগরিক হওয়ার জন্য  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই মহা মন্ত্রটি আমাদের সবার মাঝে ছড়িয়ে দিয়েছেন। আমরা সবাই বাঙালি। এখানে কোন বিভাজনের চেষ্টা কখনোই সফল হয়নি, এখনো হবে না এবং ভবিষ্যতেও হবে না। বাংলাদেশ বরাবরই যারা বাংলা ভাষার মানুষ রয়েছেন এবং কিছু গোষ্ঠী রয়েছে যারা ভিন্ন ভাষায় কথা বলে কিন্তু সব কিছুর ঊর্ধ্বে আমাদের পরিচয় আমরা এই রাষ্ট্রের নাগরিক। কোন ধরনের সংকীর্ণমনতার সুযোগ এই রাষ্ট্রে কখনোই ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না।