ফিনল্যান্ড আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ফিনল্যান্ড আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদকঃ
দেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্বদানকারী দল ও সব থেকে প্রাচীনতম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। ১৯৪৯ সালের ২৩ জুন পুরনো ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে দেশের অন্যতম প্রাচীন এই দলটি প্রতিটি গণতান্ত্রিক, রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে এ দেশের গণমানুষের আস্থার সংগঠনে পরিণত হয়।

এদিনে যথাযথ মর্যাদায় প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে ফিনল্যান্ড আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সংগঠনের নেতা, কর্মী ও সমার্থকরা বিভিন্ন কর্মসূচি আয়োজন করেন।
ফিনল্যান্ডের হেলসিঙ্কি র একটি রেস্তোরাঁয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং আলোচনা সভা সহ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
অলোচোনা সভায় সভাপতিত্ব করেন ফিনল্যান্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন র পরিচালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি জনাব পলাশ কামালী, মোস্তফা আজাদ বাপ্পী। অন্যতম সম্পাদক জুনায়েদ আহমেদ জনি। মহিলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দা জেসমিন আরা বিথী আরও বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় যুবলীগের সদস্য হেলাল উদ্দিন প্রমুখ। 
বাংলাদেশের যত ভালো অর্জনে আওয়ামী লীগের ও এমসয় পদ্মা সেতু উদ্বোধন জন্য দোয়া করা হয়।