পর্যটন ভিসা চালু হলে যাত্রী পরিবহন করবে মিতালী এক্সপ্রেস

পর্যটন ভিসা চালু হলে যাত্রী পরিবহন করবে মিতালী এক্সপ্রেস

বাংলাদেশ-ভারতের পর্যটন ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হলে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে নিউ জলপাইগুড়ি রুটে মিতালী এক্সপ্রেস ট্রেন চলাচল করবে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার।

শনিবার (২৭ মার্চ) রাতে ঢাকা ক্যান্টনমেন্ট রেলস্টেশনে মিতালী এক্সপ্রেস উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি। এর আগে সন্ধ্যায় গণভবন থেকে ভার্চুয়ালি ট্রেনটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ধীরেন্দ্র নাথ মজুমদার সাংবাদিকদের বলেন, শনিবার আনুষ্ঠানিকভাবে ট্রেনটি উদ্বোধন করা হলেও করোনার কারণে ট্রেনটি এখন নিউ জলপাইগুড়ি যাবে না। এছাড়া ভারত এখনো পর্যটন ভিসা চালু করেনি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে যাত্রী পরিবহন করবে মিতালী এক্সপ্রেস।

তিনি জানান, ঢাকা থেকে নিউ জলপাইগুড়ির দূরত্ব ৫৯৫ কিলোমিটার। বাংলাদেশ থেকে সোম ও বৃহস্পতিবার এটি ছেড়ে যাবে এবং ভারতের জলপাইগুড়ি থেকে ছাড়বে রোববার ও বুধবার। ট্রেনটি ভারতের নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে দুপুর ১২টা ১০ মিনিটে, ঢাকা ক্যান্টনমেন্টে পৌঁছাবে রাত ১০টা ৩০ মিনিটে। একইভাবে, ঢাকা থেকে ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে, ভারতে পৌঁছাবে সকাল ৭টা পাঁচ মিনিটে। ট্রেনটি দিনের বেলা ৪৫৬ আসনবিশিষ্ট এবং রাতে ৪০৮ আসনবিশিষ্ট অবস্থায় চলাচল করবে।

ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন সূত্র জানায়, ভাড়া নির্ধারণ করা হয়েছে এসি চেয়ার ২ হাজার ৭০৫ টাকা, এসি সিট ৩ হাজার ৮০৫ টাকা এবং এসি বার্থ ৪ হাজার ৯০৫ টাকা, যার প্রতিটিতে ৫০০ টাকা ট্রাভেল ট্যাক্স নির্ধারিত। চিলাহাটি স্টেশন থেকেও যাত্রী ওঠানামা করতে পারবেন। এখানে চিলাহাটি থেকে নিউ জলপাইগুড়ির মধ্যে ভাড়া ১ হাজার ২৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। উভয় দেশের মধ্যে ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হলে ট্রেন চলাচল শুরু করবে। আজ শুধু উভয় দেশের প্রধানমন্ত্রী এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে রাখলেন।

উদ্বোধন উপলক্ষে ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে মিতালী এক্সপ্রেস ট্রেনটি সাজানো হয়। এ সময় ক্যান্টনমেন্ট স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ভুবন চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন।