প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বহির্বিশ্বে আজ সম্মানের পাত্র বাংলাদেশ: মোঃ ইদ্রিস ফরাজী 

সিনিয়র রিপোর্টার, ঢাকাঃ

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বহির্বিশ্বে আজ সম্মানের পাত্র বাংলাদেশ: মোঃ ইদ্রিস ফরাজী 
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদকঃ

ইতালি আওয়ামী লীগের সভাপতি, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি, এনআরবি ব্যাংকের পরিচালক ও ন্যাশনাল মানি এক্সচেঞ্জ এর চেয়ারম্যান মোঃ ইদ্রিস ফরাজী বলেন, আসলে বঙ্গবন্ধু বাঙালি জাতির হৃদয়ের আকাশের অবিনাশী সূর্য। সূর্যকে কখনো ডুবানো যায় না, হয়তো কালো মেঘ কিছুক্ষণের জন্য ঢেকে দেই কিন্তু সূর্য আবারো জন্ম নিয়ে ভেসে উঠে এবং পৃথিবীকে আবার আলোকিত করে। ১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির পিতার হত্যাকাণ্ডের মাধ্যমে বাঙলার আকাশ অন্ধকারে নিমজ্জিত হয়ে গিয়েছিল কিন্তু সেই সূর্যের আলো নিয়ে দীর্ঘ অন্ধকার যুগ পারি দিয়ে ১৯৮১ সালের ১৭ মে বাংলাদেশে ফিরেছিলেন সূর্যকন্যা শেখ হাসিনা। তার দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ আলোকিত হতে থাকে। সব আন্দোলন ও ত্যাগ তিতিক্ষার মাধ্যমে এবং তারই পরিপ্রেক্ষিতে গত এক যুগে শেখ হাসিনার শাসনামল বাংলাদেশের এ বিস্ময়কর অর্থনৈতিক উত্থানে মূল ভূমিকা পালন করছে। আজ বাংলাদেশ একটি উন্নয়নের রোল মডেলে রূপান্তরিত হয়েছে। এ সময়ে দেশের অর্থনীতি তরতর করে এগিয়ে গেছে, তিন গুণেরও বেশি বড় হয়েছে জিডিপি। বৈদেশিক মুদ্রার রিজার্ভে নতুন রেকর্ড অর্জন করেছে। ছাড়িয়েছে ৪৫ বিলিয়ন ডলারের মাইলফলক। নির্মাণ হচ্ছে বড় বড় অবকাঠামো। আর্থসামাজিক এবং অবকাঠামো খাতে হয়েছে বিস্ময়কর উন্নয়ন। ৭৫ পরবর্তী ঘটনাবহুল ইতিহাসের পর দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে ছিল দলটি। এরপর ১৯৮১ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে ফিরে দলের হাল ধরেন। তার যোগ্য নেতৃত্বে ১৯৯৬ সালে দীর্ঘ ২১ বছর পর পুনরায় সরকার গঠন করে আওয়ামী লীগ। পরবর্তী সময়ে বিএনপি-জামায়াত জোটের দুঃশাসনে নিপীড়ন-অত্যাচারের শিকার হয়, সবরকম রক্তচক্ষুকে পেছনে ফেলে পুনরায় ২০০৯ সালে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় ফিরে আসে আওয়ামী লীগ। পর পর তিনটি নির্বাচনে জয়লাভ করে বর্তমানে টানা ১২ বছর সফলতার সঙ্গে সরকার পরিচালনা করছে দলটি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে, যা দেখে অবাক পুরো বিশ্ব। একের পর এক মেগা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পুরো বিশ্বকে তাক লাগিয়ে এগিয়ে চলেছে বাংলাদেশ। বহির্বিশ্বে আজ সম্মানের পাত্র বাংলাদেশ। স্বাধীনতার পরবর্তী যেকোনো সময়ের তুলনায় এই ১২ বছরে বাংলাদেশ এগিয়েছে কমপক্ষে ৫০ বছর। কিন্তু বাংলাদেশে আজকে বঙ্গবন্ধুর আদর্শের নামে বহু রকমের দোকান খুলে বসেছে। প্রবাসে সেই রকম কিছু মানুষ আছে যারা কখনো আওয়ামী লীগ করেনি, যুবলীগ করেনি সংগ্রামের কোন প্রত্যক্ষ অভিজ্ঞতা নেই এমনকি বঙ্গবন্ধুর আদর্শ সম্পর্কে কোন ধারনা নেই। কিন্তু আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে তার বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক বনে গেছেন। সেজন্য আমরা যারা প্রবাসে রাজনীতি করি তাদেরকে এই উড়ে এসে জুড়ে বসা পঙ্গপালদের কাছ থেকে সচেতন ও সতর্ক থাকতে হবে।