পীরগঞ্জে কেমিষ্টস এন্ড ড্রাগিষ্টস সমিতির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত

পীরগঞ্জে কেমিষ্টস এন্ড ড্রাগিষ্টস সমিতির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত
ছবি: নিজস্ব প্রতিনিধি

ঠাকুরগাঁও প্রতিনিধি: নকল ভেজাল নিম্নমান ও মেয়াদোত্তীর্ণ ঔষুধ পরিহার করুন এ প্রতিপাদ্য নিয়ে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে বাংলাদেশ  কেমিষ্টস এন্ড ড্রাগিষ্টস সমিতি আয়োজনে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন রিওনা কিচেন  ক্যান্টিনে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


মঙ্গলবার রাত ৯ ঘটিকায় বাংলাদেশ  কেমিষ্টস এন্ড ড্রাগিষ্টস সমিতি পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ইলিয়াস আলীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন  সাধারণ সম্পাদক, মানিক,, সাবেক আহ্বায়ক বাংলাদেশ  কেমিষ্টস এন্ড ড্রাগিষ্টস সমিতি গোলাম রব্বানী  প্রমুখ।

এসময় বক্তারা বলেন সরকার নির্ধারিত মূল্যে ওষুধ বিক্রয় করার লক্ষ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ঔষধ ব্যবসায়ীদের নির্দেশ প্রদান করেন।  উপজেলা শহর ও ইউনিয়ন গুলোতে ড্রাগ লাইসেন্স বিহীন ঔষুধের দোকান গুলোতে  কোম্পানির এম পি ও দের ঔষধ সরবরাহ না করার জন্য উক্ত আলোচনা সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।


লাইসেন্স বিহীন ঔষধের  দোকান গুলো কে ড্রাগ লাইসেন্স এর আওতায় আনতে হবে নতুবা ঐ সকল দোকান  আইনের মাধ্যমে ২৪ থেকে ৭২ ঘন্টা বন্ধ করে দেওয়া হবে।আলোচনায় সরকার  কতৃক  নির্ধারিত মুল্যে ঔষধ  বিক্রি করেতে হবে। কেউ কম বা বেশী মুল্যে ঔষধ বিক্রি করেতে পারবে না। শরিফুল ইসলাম মোল্লা সহকারী পরিচালক ঔষধ পসাশন এর কাছ থেকে পাপ্ত চিঠি পর নো মাক্স নো সার্ভিস চালু করা হয়েছে ।
সভায়  উপজেলার দশটি ইউনিয়ন  হতে আগত প্রায় শতাধিক  ঔষধ ব্যাবসায়ী অংশগ্রহণ করেন।