টাঙ্গাইল গোপালপুরে ইউনিয়ন পরিষদ  নির্বাচনে উঠান বৈঠক করে ভোট চাইলেন চেয়ারম্যান  প্রার্থী নজরুল ইসলাম

টাঙ্গাইল গোপালপুরে ইউনিয়ন পরিষদ  নির্বাচনে উঠান বৈঠক করে ভোট চাইলেন চেয়ারম্যান  প্রার্থী নজরুল ইসলাম
ছবি: আমাদের দেশকাল

টাঙ্গাইল:

আসন্ন টাঙ্গাইল গোপালপুর উপজেলা ইউনিয়ন পরিষদ  নির্বাচন উপলক্ষে ৬ ডিসেম্বর রবিবার রাতে ঝাওয়াইল  ইউনিয়নের চাতুটিয়া গ্রামে নৌকার মনোনয়ন প্রাত্যাশী নজরুল ইসলামের  উদ্যোগে স্থানীয়দের নিয়ে উঠান বৈঠকের আয়োজন করা হয়।  উক্ত উঠান বৈঠকে ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ বাহারুল আলম এর  সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হান্নানের সঞ্চালনায় বাংলাদেশ আওয়ামী তাতীলিগ এর টাঙ্গাইল জেলা শাখার সম্মানিত সদস্য(চেয়ারম্যান দোয়াপ্রার্থী) মোঃ নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন, আমি এই ঝাওয়াইল ইউনিয়ন বাসীর নিকট ভোট নয় বরং রাস্তাঘাট ড্রেন-কালভার্ট সমস্যা দূরীকরণ, দূনীর্তি নিরোধে ও সামাজিক সহনশীলতায় বজায়ের  লক্ষে দোয়া ও আশির্বাদ চাই। তিনি বলেন, আমি একজন আওয়ামী  পরিবারর সন্তান 
আমার বাবা একজন আওয়ামীলীগের কর্মী ছিলেন
আমি ছাত্র জীবনে ছাত্র  রাজনীতির  সাথে জরীত ছিলাম
পরবর্তীত আমি শ্রমিক রাজনিতে চলে যাই
তাই আমি গরিব খেটে খাওয়া মানুষের দুঃখ বুঝি 

মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে এবং এমপি মহোদয়ের কথাকে বাস্তবায়িত করার লক্ষ্যে আমি আপনাদের পাশে সর্বাবস্থায়  থাকতে চাই সেই কারণে আমার সাথে আপনার যদি থাকেন ইনশাআল্লাহ আমাদের এই অঞ্চলকে মাননীয় প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী একটা ডিজিটাল ইউনিয়ন হিসেবে আমি উপহার দিতে চাই তাই আগামী ইউনিয়ন পরিষদ  নির্বাচনে আপনাদের দোওয়া ও সমর্থন  চাই।

এসময় আরো বক্তব রাখেন
,রফিকুল ইসলাম চান,সহ সভাপতি ঝাওয়াইল ইউনিয়ন আওয়ামীলীগ,মেহেদী হাসান মুকুল, সাংগঠনিক সম্পাদক ইউনিয়ন আওয়ামীলীগ,আশরাফ মাষ্টার, শাকিল রানা,সাংগঠনিক সম্পাদক, উপজেলা আওয়ামী যুবলীগ,মেহেদী, শিমুল সদস্য উপজেলা ছাএলীগ,শাকিল, যুগ্ন আহবায়ক ইউনিয়ন ছাএলীগ প্রমুখ।