জয়ের মধ্যদিয়ে নৌকার ঐতিহ্য রক্ষা হবে: আব্দুর রহমান 

সিনিয়র রিপোর্টার, ঢাকাঃ

জয়ের মধ্যদিয়ে নৌকার ঐতিহ্য রক্ষা হবে: আব্দুর রহমান 
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদকঃ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেছেন, নৌকা উন্নয়নের প্রতিক।  নৌকা ভাগ্যোন্নয়নের প্রতিক। এই প্রতিকে ভোট দিয়েই মধুখালীবাসি নৌকার ঐতিহ্য রক্ষা করবে।  
 
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) মধুখালী উপজেলা পরিষদের উপনির্বাচনের প্রচারণায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। 

ফরিদপুর-১ আসনের সাবেক এমপি মো. আব্দুর রহমান আরও বলেন, আগামী ২৮ তারিখে যে নির্বাচন; ওই নির্বাচনে জনসাধারণ নৌকায় ভোট দিয়ে ইতিহাস সৃষ্টি করবে। এই ইতিহাস যুগ যুগ বেঁচে থাকবে। হয়তো আমি বেঁচে থাকবো না। কিন্তু যারাই কোনো নির্বাচনে নৌকার ভোট চাইতে আসবে; তারাই এই ইতিহাস মনে করবে। ভোটারদের উপর আস্থা রাখবে।  

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান আরও বলেন, বিএনপি জামায়াত জোট সরকারের নানামুখী নির্যাতনের শিকার হয়েও আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছে। আওয়ামী লীগের হাত ধরেই আজ বাংলাদেশের মানুষের ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠা হয়েছে। দেশ এগিয়ে যাচ্ছে। এই উন্নয়ন অগ্রযাত্রায় নৌকার বিকল্প নেই। 

এসময় উপনির্বাচনে নৌকার মনোনীত প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।