জাপান আওয়ামী লীগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত

জাপান আওয়ামী লীগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদকঃ
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে জাপান আওয়ামী লীগের উদ্যোগে জাপানের টোকিও আকাবানে বিভিও হল প্রাঙ্গণে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে।

শুক্রবার (২৬ মার্চ) অনুষ্ঠানের শুরুতে জাপান আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী জুলের তরফদার  এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ জসীম উদ্দিন প্রধান জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন।

এরপর দিবসটির তাৎপর্য নিয়ে হাই জাপান আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী জুলের তরফদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ জসীম উদ্দিন প্রধান পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াত ও শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে স্বাধীনতা দিবসের আলোচনা সভা শুরু হয়।

আলোচনা সভায় রাষ্ট্রপতির বাণী পাঠ ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ এবং পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

স্বাধীনতা দিবসের আলোচনা সভায় জাপান আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী জুলের তরফদার তার বক্তব্যে বলেন, বাঙালি জাতির জীবনে আজ একটি বিশেষ দিন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে শুরু হয় আমাদের মাতৃভূমির স্বাধীনতার সংগ্রাম। ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জন করে। মহান স্বাধীনতা দিবসে আমি শ্রদ্ধা জানাচ্ছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি জাতীয় চার নেতাকে। শ্রদ্ধা জানাচ্ছি মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ এবং ২ লাখ নির্যাতিত মা-বোনকে। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা জানান তিনি।

আলোচনা সভায় বঙ্গবন্ধুর ভাষণ, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বক্তব্য ও মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ জসীম উদ্দিন প্রধান বলেন, স্বাধীনতা বাঙালী জাতির শ্রেষ্ঠ অর্জন। এ অর্জনের পেছনে রয়েছে, শোষণ-বঞ্চনার পাশপাশি রক্তক্ষয়ী সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাস। ’৫২-এর ভাষা আন্দোলনের মধ্য দিয়ে যে স্বাধীনতার বীজ উপ্ত হয়েছিল দীর্ঘ আন্দোলন /সংগ্রাম ও নানা চড়াই-উতরাই পেরিয়ে ১৯৭১ সালের ২৬ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণার মাধ্যমে তা পূর্ণতা পায়। তাঁরই নেতৃত্বে ও দিক-নির্দেশনায় দীর্ঘ ন’মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের এদিনে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। স্বাধীনতা দিবসে শ্রদ্ধাবনতচিত্তে স্মরণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এ ছাড়া গভীর শ্রদ্ধায় স্মরণ করেন মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের, যাঁদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা।

এমসয় উপস্থিত ছিলেন, জাপান মহিলা লীগের যুগ্ন আহবায়ক বেগম রোজিনা জসীম, আওয়ামী  লীগ সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, কোষাধক্ষ মারুফা জাহান লিমা, যুবলীগ নেতা আলহাজ্ব আবুল কালাম, ছাত্রলীগ কর্মী জওহার উল্লাহ বিন জহির, এম ডি সিফাত জসীম, রায়হান কাদের, এম ডি রাজিন জসীম, সোহেল মাহমুদ, প্রমুখ। 

এ দিকে করোনাভাইরাস পরিস্থিতিতে জাপান সরকারের দেয়া বিধিনিষেধের কারণে অনুষ্ঠানে কেবলমাত্র জাপান আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ জাপানী অতিথিরা উপস্থিত ছিলেন।