জাজিরা কেন্দ্রীয় শহীদ মিনারে মোঃ ইদ্রিস ফরাজীর পুষ্পস্তবক অর্পণ 

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকাঃ

জাজিরা কেন্দ্রীয় শহীদ মিনারে মোঃ ইদ্রিস ফরাজীর পুষ্পস্তবক অর্পণ 
ছবি: সংগৃহীত

শরীয়তপুর:

মহান ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে ইতালি আওয়ামী লীগের সভাপতি ও শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ইদ্রিস ফরাজী ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

জাজিরা কেন্দ্রীয় শহীদ মিনারে আজ রাত ১২টা ১ মিনিটে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এসময় জাজিরা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ বাজানো হয়। ফুল দেওয়া শেষে তিনি কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।

মোঃ ইদ্রিস ফরাজী বলেন, অমর একুশের চেতনা আজ দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন ভাষাভাষী মানুষের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় অনুপ্রেরণা যোগাচ্ছে। ‘আসুন সকল ভেদাভেদ ভুলে একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করি এবং গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রাখি। সবাই মিলে একটি অসাম্প্রদায়িক, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি। প্রতিষ্ঠা করি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা। মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলা ভাষাভাষীসহ বিশ্বের সকল ভাষা ও সংস্কৃতির জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানান। আত্মদানকারী সকল শহিদের পবিত্র স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের রুহের মাগফিরাত কামনা করেন।

আমাদের দেশকাল/নাহিয়ান