জি-৭ সম্মেলনে জয়শঙ্করের দুই সফরসঙ্গীর করোনা

জি-৭ সম্মেলনে জয়শঙ্করের দুই সফরসঙ্গীর করোনা

জি-৭ সম্মেলনে যোগ দিতে লন্ডনে রয়েছে ভারতীয় প্রতিনিধি দল। যে দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তবে তার সফরসঙ্গীদের দুজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাই জোটের বৈঠক অনালাইনেই সারতে হবে তাকে।

বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭–এর পররাষ্ট্রমন্ত্রী এবং উন্নয়নবিষয়ক মন্ত্রীদের সঙ্গে বৈঠকে অংশ নিতে সোমবার লন্ডন পৌঁছান জয়শঙ্কর।

ভারতের একাধিক সংবাদমাধ্যম জয়শঙ্করের দুই সফরসঙ্গীর করোনা আক্রান্ত হওয়ার খবর দিয়েছে।

এক টুইট বার্তায় জয়শঙ্কর জানিয়েছেন, ‘গতকাল সন্ধ্যায় সম্ভাব্য কোভিড পজিটিভ সংক্রমিত মানুষের সংস্পর্শে থাকার বিষয়টি টের পেয়েছি। সতর্কতামূলক পদক্ষেপ ও অন্যদের কথা বিবেচনা করে আমার সব কার্যক্রম ভার্চ্যুয়াল মোডে করার সিদ্ধান্ত নিয়েছি। জি-৭–এর মিটিংগুলোর ক্ষেত্রেও অনলাইনে যুক্ত হব।’