গ্রীস শাখা ছাত্রলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত

গ্রীস শাখা ছাত্রলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত
ছবি: সংগৃহীত

গ্রীস প্রতিনিধি:
গ্রীসের রাজধানী ওমানিয়ায় ইন্ডিয়ান বাংলা রেস্টুরেন্টে সন্ধ্যা ৭ঘটিকায় বাংলাদেশ ছাত্রলীগ গ্রীস শাখার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কেক কেটে উদযাপন করা হয় উক্ত অনুষ্টানে :উপস্থিত ছিলেন : বাংলাদেশ ছাত্রলীগ গ্রীস শাখার সাধারণ সম্পাদক মোঃমুমিন খাঁন, ১ম   যুগ্ন-সাধারণ সম্পাদক সজিব মাতুব্বর, গ্রীস ছাত্রলীগের ত্যাগী নেতা মোঃ শামীম আহমেদ ও ছাত্রলীগ নেতা,রাজু হাওলাদার,আকাশ খান,তোফায়েল আহমেদ রনি প্রমুখ : 
গ্রীসে কোভিটএর জন্য কটিন লগডাউন থাকার কারণে গ্রীক সরকারের আইন মেনে সিমিত পরিসরে পালান করা হয়। 
বক্তা বলেন :বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ তদানীন্তন ফরিদপুর জেলার গােপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ায় পিতা শেখ লুৎফর রহমান ও মাতা সায়েরা খাতুনের ঘরে জন্মগ্রহণ করেন।
দীর্ঘ ২৩ বছরের আন্দোলন-সংগ্রামের পথপরিক্রমায় বঙ্গবন্ধু তার সহকর্মীদের নিয়ে ১৯৪৮ সালে বাংলাদেশ ছাত্রলীগ এবং পরবর্তীতে ১৯৪৯ সালে বাংলাদেশ আওয়ামী লীগ গঠন করেন।

১৯৪৭-এ দেশবিভাগ ও স্বাধীনতা আন্দোলন, '৫২-এর ভাষা আন্দোলন, '৫৪-এর যুক্তফ্রন্ট নির্বাচন, ৬২-এর শিক্ষা আন্দোলন, '৬৬-এর ছয় দফা আন্দোলন, '৬৯-এর গণঅভ্যুত্থান পেরিয়ে '৭০ সালের ঐতিহাসিক নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির অবিসংবাদিত নেতা হিসেবে পরিণত হন।

আমাদের দেশকাল/রিয়াদ