কালীগঞ্জে প্রভাবশালীর আঙ্গিনায় ভূমিহীনদের সরকারি ঘর

কালীগঞ্জে প্রভাবশালীর আঙ্গিনায় ভূমিহীনদের সরকারি ঘর
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের কালীগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার  ভূমিহীন পরিবারদের  মাঝে ঘর  উপহার তথা গৃহনির্মাণ প্রকল্পে ভূমিহীন পরিবার বাছাইয়ে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এতে সরকারের এ মহৎ উদ্যোগ প্রশ্নবিদ্ধ হচ্ছে। 

১০ অক্টোবর ( রবিবার) উপজেলার তুষভান্ডার ইউনিয়নের  বৈরাতী এলাকায় জমিজমা সম্পূর্ণ  সেমি পাকা বসতবাড়ির মালিক, মৃত বশির উদ্দিনের পুত্র  মোহাম্মদ হাফিজ উদ্দিনের  বড় ছেলে  সাজু মিয়ার নামে সরকারি ঘর বরাদ্দ করে বসত বাড়ির আঙ্গিনায় সরকারি ঘর নির্মাণ করা হয়েছে বলে সত্যতা পাওয়া গেছে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন,  সাজু মিয়া হাফিজ উদ্দিনের বড় ছেলে।  তাদের নিজস্ব থাকার বসতবাড়ি সেমিপাকা ঘর রয়েছে।  তার পিতা হাফিজউদ্দিনের আনুমানিক ৩একর জমিজমা রয়েছে। তারপরেও তারাই  ঘর পায়। আর  ভূমিহীন পরিবার গুলো  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।  এতে করে মাননীয় প্রধানমন্ত্রীর এই মহতী উদ্যোগ কিছু অসাধু ব্যক্তির কারণে প্রশ্নবিদ্ধ হচ্ছে । 

অপর একজন ব্যক্তি অভিযোগ করে বলেন,  মেয়ে জামাই  অনিবন্ধিত একটি নিউজ পোর্টাল খুলে সাংবাদিকতা করে আসছেন। ঘরটি কিছুদিন পূর্বেও পলিথিন দিয়ে ঢাকা ছিল  সম্প্রতি সময়ে  পলিথিন সরিয়ে ফেলা হয়েছে। যার ফলে এখন ঘরটি সকলের দৃষ্টিগোচর হয়েছে। ঘরটিতে কোন লোকজন থাকে না সবসময় তালাবদ্ধ করে রাখা হয়েছে। 

 এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান  জানান,  বিষয়টি আমার জানা নেই।  আগে সবকিছু খোঁজ খবর নিয়ে দেখি তারপরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।