কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে সম্মেলন ইতালি আওয়ামী লীগের প্রতিবাদ সভা

সিনিয়র রিপোর্টার, ঢাকাঃ

কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে সম্মেলন ইতালি আওয়ামী লীগের প্রতিবাদ সভা
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদকঃ

ইতালির রোমে দলীয় সভানেত্রী শেখ হাসিনা,বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড,হাসান মাহামুদ, আন্তজার্তিক সম্পাদক ড,শাম্মী আহমেদ,ইউরোপ আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক মজিবুর রহমান এর নির্দেশ অমান্য করে ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজী, সাধারণ সম্পাদক হাসান ইকবালকে পাশ কাটিয়ে তথাকথিত সম্মেলন করায় প্রতিবাদ সভা করেছে ইতালি আওয়ামী লীগ। ইতালির রোমের সুন্দরবন রেস্তোরাঁর হল রুমে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজীর সভাপতিত্বে আয়োজিত প্রতিবাদ সভায় সাধারণ সম্পাদক হাসান ইকবাল ও যুগ্ম সাধারণ সম্পাদক হাদিউল ইসলাম যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগের সহ সভাপতি হাবীব চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক আবু তাহের, সাংগঠনিক সম্পাদক জামান মোক্তার, প্রচার সম্পাদক মান্নান মাদবর, দপ্তর সম্পাদক হাবীব মকদম, মহিলা সম্পাদিকা তুহিনা জামান, রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন, সাধারণ সম্পাদক খলিল বন্দুকছি, মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নয়না আহমেদ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুবলীগের মহি উদ্দিন মহি, রোম মহানগর আওয়ামী লীগ, যুবলীগ,মহিলা আওয়ামী লীগ,সেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ বিভিন্ন অঙ্গও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এ সময় ইতালি আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশ অমান্য করে একতরফা সম্মেলনে ইতালি আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ,বিভিন্ন প্রভিন্সের সভাপতি,সম্পাদক কেউ অংশগ্রহণ করেনি। তথাকথিত এই সম্মেলন আওয়ামী লীগের নেতাকর্মীরা বয়কট করেছে। বলতে পারেন যারা উপস্থিত তারা কারা?অনেক বিএনপি জামাতের লোক আওয়ামী লীগকে দ্বিখণ্ডিত করতে সম্মেলন স্থলে উপস্থিত হয়। বিশেষ করে যারা রোমের কমিউনিটিকে দ্বিখণ্ডিত করে লাভবান হয়েছে তারাই আওয়ামী লীগকে ভাগ করে অর্থনৈতিক ফায়দা হাসিল করেন। জিএম কিবরিয়া, কেএম লোকমান হোসেন রোমের কমিউনিটির খলনায়ক ,তাদের জীবনে এহেন অপকর্ম নাই যে করেনি। নেতবৃন্দ বলেন ইউরোপ আওয়ামী লীগের পরামর্শে ঢাকায় কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতাদের সমন্বয়ে , জননেত্রী শেখ হাসিনার নির্দেশে শীঘ্রই ইতালি আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এ দিকে নেতাকর্মীরা বলেন ফেসবুক লাইভে এসে খুব বড় হুংকার দেন আমাদের আর কোথায়ও ব্যানার লাগাতে দিবে না আমরা রোমে বীগত দিনের চেয়ে আরো বেশী প্রোগ্রাম করব।খেলা হবে রোমের মাটিতে। আপনারা বলেন জননেত্রী শেখ হাসিনা আপনাদের বানী দিয়েছে যদি আপনারা অনুমোদন আনতে পারেন তাহলে আপনাদের সাথে এক সাথে কাজ করব। আর যদি আমাদের সম্মেলনের মধ্যে অনুমতি না আনতে পারেন তাহলে জননেত্রী শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়ে আমাদের সাথে কাজ করার আহবান রইল।