এনআরবি ব্যাংকের উদ্যোগে শরীয়তপুরে শীতবস্ত্র বিতরণ

এনআরবি ব্যাংকের উদ্যোগে শরীয়তপুরে শীতবস্ত্র বিতরণ

নাসিম আহমেদ রিয়াদ, নিজস্ব প্রতিবেদকঃ

দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন এনআরবি ব্যাংক। 

সোমবার (০৮ জানুয়ারি) জাজিরা শরীয়তপুরের ফরাজী দারুস সুন্নাহ  মাদ্রাসা এতিমখানায় প্রায় দুই শতাধিক মুক্তিযোদ্ধা ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

এসময় উপস্থিত ছিলেন এনআরবি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ইতালী আওয়ামী লীগের সভাপতি ও শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজী সহ গ্রামের অন্যান্য গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

হাজী মোঃ ইদ্রিস ফরাজী বলেন, এনআরবি ব্যাংকের উপহার হিসেবে সারাদেশে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতায় আমি আমার নিজ জন্মস্থান জাজিরা উপজেলায় শীতার্ত মানুষের জন্য এনআরবি ব্যাংকের উপহার হিসেবে শীতবস্ত্র বিতরণ করছি।


তিনি আরো বলেন, দেশে শীতের তীব্রতা বাড়ায় দরিদ্র ও অসহায় মানুষরা অত্যধিক কষ্ট পাচ্ছেন। শীত এলেই তারা ঠান্ডায় কাতর হয়ে যায়, খাবার থেকেও তাদের শীত নিবারণ করা জরুরি হয়ে পড়ে। তাই এনআরবি ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা জানাই।