ইনজুরির কারণে চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের বাইরে আছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা

ইনজুরির কারণে চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের বাইরে আছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা

ইনজুরির কারণে চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের বাইরে আছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মঙ্গলবার (১ ডিসেম্বর) তিনি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে ব্যক্তিগত অনুশীলনে গিয়ে বড় ভুল করে বসেন।

করোনার কারণে ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টের সংশ্লিষ্ট সবাইকে রাখা হয়ে জৈব সুরক্ষাবলয়ে। হঠাৎ মাশরাফি বিসিবি একাডেমি মাঠে যাওয়ায় বায়ো-বাবল প্রোটোকলের লঙ্ঘন বলে মনে করা হচ্ছে। মাশরাফি যখন একাডেমি মাঠে প্রবেশ করেন, তখন চট্টগ্রাম ও বরিশালের খেলোয়াড়রা অনুশীলন করছিল। এজন্য মাশরাফি ক্ষমা চেয়েছেন।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, আসলে ভুলটা অনিচ্ছাকৃত। এজন্য মাশরাফি ‘সরি’ বলেছেন।’ মাশরাফি ফের যেন একই ভুল না করেন, আমরা সেটি নিশ্চিত করব। তবে সে ক্রিকেটারদের কাছে যায়নি। ছয় ফুট দূরত্ব বজায় রেখেছিলেন। তাই আমি মনে করি না যে, তিনি কাউকে ঝুঁকির মধ্যে ফেলেছেন।