আরো ৩৮ মৃত্যু, শনাক্ত ১৬৭৬

আরো ৩৮ মৃত্যু, শনাক্ত ১৬৭৬

দেশে একদিনে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৬৭৬ জন।

 

আগেরদিন একদিনে ৪৩ জনের মৃত্যু ও ১ হাজার ৪৪৭ জন। রোগী শনাক্তের তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

 

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এ দিন সকাল ৮টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ১০ হাজার ৯৯০ জন। মোট মৃত্যু দাঁড়িয়েছে ১২ হাজার ৮৩৯ জনে।

 

এছাড়া ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে ১০ দশমিক ৭৩ ভাগ রোগী শনাক্ত হয়েছে।

 

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

 

এ বছর মার্চে শুরু হয় করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ। প্রথম ঢেউয়ের চেয়ে এবার সংক্রমণ বেশি তীব্র এবং প্রাণঘাতী।

 

সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার প্রথমে গত ৫ এপ্রিল থেকে সাত দিনের জন্য গণপরিবহন চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছিল। পরে তা আরও দুদিন বাড়ানো হয়।