আমি একজন সামান্য লেখক : রাসেল উদ্দিন

আমি একজন সামান্য লেখক : রাসেল উদ্দিন
ছবি: রাসেল উদ্দিন (সংগৃহীত)

জীবন সুন্দর অদ্ভুত সুন্দর, কেবল সুন্দর করে বেঁচে থাকার কারণ গুলো খুঁজে নিতে হয়। এই কথাগুলো যে মানুষটির লেখা, তার নাম রাসেল উদ্দিন। জন্ম বাংলাদেশের নোয়াখালী জেলার হাতিয়ায়, ১৩ ডিসেম্বর। নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা এই লেখক, ফটোগ্রাফার, রেডিও আরজে জীবনের কঠিনতম সময়েও নিজের লেখায় নিজেকে আবিষ্কার করেছেন। পেয়েছেন সবার ভালোবাসা। এছাড়াও মানুষের জন্য রক্ত যোগাড় করতে মিশে আছেস বিভিন্ন রক্ত সংগঠনের সাথে।

 নিজেকে একজন চা বিক্রেতার সন্তান বলে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। ব্যক্তিজীবনে সফলতার চেয়ে মানুষের ভালোবাসা অর্জন যার কাছে সবচেয়ে বড় সফলতা। দারিদ্রতা মানুষের স্বপ্ন পূরণে বাঁধা হয়ে দাঁড়াতে পারে কিন্তু দমিয়ে রাখতে পারে না, এই লেখক বিশ্বাস করেন— কোন কিছুকে ভালোবাসলে আর সে কাজটুকু সম্মান দিয়ে করলে কখনো না কখনো মানুষ তার স্বপ্নকে ছুঁতে পারে। তার ইচ্ছে একদিন তার বইয়ের পাতায় একজীবনের গল্প বুঁনে যাবেন মানুষের জন্য। যেখানে চাওয়া পাওয়ার মিশেলে গড়ে উঠবে এক ভালোবাসার নগর সভ্যতা। পাঠকের হৃদয়ে বইয়ে অক্ষরে মিশে থাকবেন যুগের পর যুগ।