আন্তর্জাতিক নারী দিবস বিশ্বের সকল নারীদের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ ইদ্রিস ফরাজী

সিনিয়র রিপোর্টার, ঢাকাঃ

আন্তর্জাতিক নারী দিবস বিশ্বের সকল নারীদের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ ইদ্রিস ফরাজী
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: আজ ৮ মার্চ, সোমবার। আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বের প্রায় প্রতিটি দেশেই যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে এই দিবসটি। বাংলাদেশেও নারী দিবস উপলক্ষে সরকারী ও বেসরকারিভাবে নারী দিবসে রয়েছে নানা আয়োজন। নারী দিবস উপলক্ষে ইতালি আওয়ামী লীগের সভাপতি ও শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ইদ্রিস ফরাজী এক বার্তা পাঠিয়েছেন।

সমতার জন্য নারীদের আন্দোলন ও সংগ্রামকে উদযাপন করতে প্রতি বছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। জাতিসংঘের মতে এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’।

নারী দিবস উপলক্ষে আজ বিভিন্ন সংগঠন রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে নানা কর্মসূচী পালন করছে। ইতালি আওয়ামী লীগের সভাপতি ও শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ইদ্রিস ফরাজী বার্তা দিয়ে বিশ্বের সকল নারীদের শুভেচ্ছা জানিয়েছেন। 

মোঃ ইদ্রিস ফরাজী বলেন, বতর্মান সরকারের বিভিন্ন উদ্যোগের সফল বাস্তবায়নের ফলে নারী উন্নয়ন আজ দৃশ্যমান। ব্যবসা-বাণিজ্য, রাজনীতি, বিচার বিভাগ, প্রশাসন, কূটনীতি, সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিরক্ষা মিশনসহ সর্বক্ষেত্রে নারীর সফল অংশগ্রহণের মাধ্যমে দেশ ক্রমন্বয়ে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।

‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী সাড়ম্বরে উদযাপনের লক্ষ্যে মুজিব বর্ষ ঘোষণা করা হয়েছে। মুজিব বর্ষে নারী উন্নয়নে বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে এগিয়ে আসতে আমি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।' তিনি আরও বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠবে সমঅধিকারের একটি বাসযোগ্য পৃথিবী, আন্তর্জাতিক নারী দিবসে এটাই হোক সকলের প্রত্যাশা।