সিরাজগঞ্জে সখিনা মোতাহার কল্যাণ ট্রাস্টের উদ্যোগে দুস্থদের মাঝে খাদ্য ও মাস্ক বিতরণ

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
চলমান কঠোর লকডাউনে সিরাজগঞ্জে সখিনা মোতাহার কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ২'শতাধিক গরীব, অসহায় ও দুঃস্থদের মাঝে খাদ্য ও মাস্ক বিতরণ করা হয়েছে।
শনিবার (৩১ জুলাই) দুপুরের শহরে
মুজিব রোডস্থ রেনাসাঁ ক্লাবে উক্ত খাবার ও মাস্ক বিতরণ করেন, বিশিষ্ট সমাজসেবক ও কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের যুগ্ম -সাধারন সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী।
খাদ্য বিতরণ কালে ড.জান্নাত আরা তালুকদার হেনরী বলেন, প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার নির্দেশে গরীব, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্য বিতরণ অব্যাহত রেখেছি।
এ সময় বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব শামীম তালুকদার লাবু, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও চ্যানেল আই এর ষ্টাফ রিপোর্টার ফেরদৌস রবিন, পৌরসভার ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।