সিরাজগঞ্জে ভলান্টিয়ার ফর বাংলাদেশ টিমদের আপনার মাস্ক কোথায়?" নামক ক্যাম্পেইন অনুষ্ঠিত ।

স্টাফ রিপোর্টারঃ
করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সচেতনতার বিকল্প নেই। নিজে মাস্ক পরুন, অন্যকেও উৎসাহিত করুন এই প্রতিপাদ্য নিয়ে ভলান্টিয়ার ফর বাংলাদেশ, বেক্সিমকো ফার্মাসিউটিকেলস- এর সহযোগিতায় "আপনার মাস্ক কোথায়?" নামক একটি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে । সারাদেশের মানুষকে মাস্ক পরতে উৎসাহিত করতে এবং সঠিক নিয়মে মাস্ক পরিধান করতে এই উদ্যোগ গ্রহন করেছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ ।
COVID-19 কেবল একটি স্বাস্থ্য সঙ্কট নয়, এটি একটি সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক সঙ্কট যা সারা বিশ্ব জুড়ে গভীর দাগ ফেলেছে। চলমান করোনা ভাইরাস পরিস্থিতির শুরু থেকেই ভলান্টিয়ার ফর বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এর থেকে পরিত্রাণ পেতে দরকার সচেতনতা বৃদ্ধি। তাই এই ক্যাম্পেইনের মাধ্যমে সারা দেশের মানুষকে মাস্ক পরতে উৎসাহিত এবং সঠিক নিয়মে মাস্ক পরিধান করতে সচেতন করতে এই আয়োজন করেছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ।
১২ই নভেম্বর ২০২০, বৃহস্পতিবার, সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত, সারা দেশব্যাপী ভলান্টিয়াররা তাদের নিজ নিজ জেলা থেকে এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করে এবং রাস্তায় নেমে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণা চালায়।
সারাদেশে ন্যায় সিরাজগঞ্জে ও ভলান্টিয়ার ফর বাংলাদেশ টিমের সদস্যরা সাধারন মানুষদের সচেতনতা করতে শহরে বিভিন্ন জায়গায় প্রদর্শন করে মাস্ক পরিধান করতে সচেতন করেন।