ভারতের মাদকবিরোধী সেমিনারে যোগ দিলেন রসায়নবিদ ড. মুহাম্মদ জাফর ইকবাল

ভারতের মাদকবিরোধী সেমিনারে যোগ দিলেন  রসায়নবিদ ড. মুহাম্মদ জাফর ইকবাল
ছবি: সংগৃহীত
মাদক দ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্ম পরিকল্পনা প্রণয়নের লক্ষে ভারতে কলকাতায় মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 
এসময় উপস্থিত ছিলেন ভারতের কলকাতার পুলিশ কমিশনার, বিনীত গোয়েল , ক্রিকেটার ও ভারতের ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী, ভারতের অন্যতম ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা . চিত্রনায়ক দেব,ক্যালকাটার সহকারী পুলিশ কমিশনার শ্রী মহাদেব চক্রবর্তী, বিশিষ্ট সাহিত্যিক পৃথ্বীরাজ সেন ভারতের অন্যতম ফুটবল খেলোয়ার অ্যান্থনি ডি কোস্টা, বঙ্গবন্ধু ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বিথি, সাধারণ সম্পাদক রসায়নবিদ ড. মুহাম্মদ জাফর ইকবাল, সহ সম্পাদক রাজু ও অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রসায়নবিদ ড. মুহাম্মদ জাফর ইকবাল বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্ব প্রথম মাদকের বিরুদ্ধে প্রদক্ষেপ গ্রহন করেছিলেন। কারন মাদক একটি দেশ ও জাতিকে ধ্বংস করে দেয়। দেশের অর্থসামাজিক উন্নয়নে মাদকের অপব্যবহার বাধার কারন হয়ে দাঁড়ায়। এজন্য বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স নীতি গ্রহন করেছে। আমাদের ছেলে-মেয়েরা যাতে করে মাদকের স্পর্শে না আসতে পারে এজন্য পরিবার থেকে মাদক বিরোধী সচেতনতা গড়ে তুলতে পারলে মাদকের আগ্রাসন থেকে আমরা দেশকে রক্ষা করতে পারবো।
আরো বলেন, মাদকের ব্যাপারে সকলকে সচেতন হতে হবে। পাশাপাশি যারাই মাদকের সঙ্গে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকের বিষয়ে আমাদের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।