বসন্ত উৎসব এবং বিশ্ব ভালবাসা দিবসে লূপর্ণা মূৎসূর্দ্দী লোপা দুটো গান প্রকাশিত হয়েছে

সিনিয়র রিপোর্টার, ঢাকাঃ

বসন্ত উৎসব এবং বিশ্ব ভালবাসা দিবসে লূপর্ণা মূৎসূর্দ্দী লোপা দুটো গান প্রকাশিত হয়েছে
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদকঃ

বসন্ত উৎসব এবং বিশ্ব ভালবাসা প্রকাশিত হয়েছে সঙ্গীতশিল্পী লূপর্ণা মূৎসূর্দ্দী লোপার স্পেশাল গান ‘পাগল করিলা বন্ধু’ ও ‘বন্ধু তুমি কোথায় রইলা’ শিরোনামে দুটি গান। গানের কথা লিখেছেন তাপস আচার্য্য, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন জুয়েল চক্রবর্তী। 


আর কে মিউজিক ব্যানারে গান দুটি ১৪ ফেব্রুয়ারি রবিবার ভালোবাসা দিবসের দিন লূপর্ণা মূৎসূর্দ্দীর অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘লূপর্ণা মূৎসূর্দ্দী’তে প্রকাশিত হয়।


ইতোমধ্যেই গান দুটি বেশ সাড়া ফেলেছে সঙ্গীতাঙ্গনে। শ্রোতাদের ভালো গান উপহার দেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বলে জানন লূপর্ণা মূৎসূর্দ্দী লোপা।

আমাদের দেশকাল/রিয়াদ