নওগাঁয় রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট গ্রহন চলছে

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ জেলার সর্ববৃহৎ ট্রেড ইউনিয়ন সংগঠন জেলা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন ১৯৮৩ সালের রেজিস্ট্রেশন প্রাপ্তি নং ৩৮৮ পরে এই প্রথম ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন হতে যাচ্ছে।
এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ৪০০ জন। নির্বাচনে মোট ২ টি পদ কোষাধক্ষ্য ও সদস্য পদে মোট ৫ জন প্রার্থী এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কোষাধক্ষ্য পদে ২ জন, কার্যনির্বাহী সদস্য পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে প্রার্থীগণ ০৭ ফেব্রুয়ারী ২০২১ তারিখ রবিবার বিকেল ৪ ঘটিকা পর্যন্ত ভোটারদের ভোটাঅধিকার প্রয়োগ করতে পারবেন।
এবারের নির্বাচনে নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করছেন মোঃ মতিউর রহমান মতিন উপদেষ্টা নওগাঁ জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন,
সম্প্রতি চলমান রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নে পুলিশের উপস্থিতিতে ভোট গ্রহন চলছে।