আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদকঃ
আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি।
বুধবার (২৩ জুন) সকালে রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণের পর জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন তারা। এরপর দলীয় নেতাকর্মীরা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট একেএম দাউদুর রহমান মিনা, সিনিয়ার সহ-সভাপতি মোঃ শহিদুল আলম আকন,
হামিদা খানম মনি, সহ-সভাপতি জাকির হোসেন বাদল, কৃষিবিদ সুরুজ্জামান দেওয়ান, মোঃখলিলুর রহমান, ফিরোজ আহমেদ, সাধারণ সম্পাদক রসায়নবিদ ডক্টর মুহাম্মদ জাফর ইকবাল, যুগ্ন সাধারন সম্পাদক জাকির হোসেন মৃধা, সাংগঠনিক সম্পাদক নাজমুল নাহার এলিনা, সহ-সম্পাদক লতা, মহিউদ্দিন, ইমন।