হেফাজতের অপতৎপরতায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইঞ্জিনিয়ার মো: জসীম উদ্দিন প্রধান

হেফাজতের অপতৎপরতায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইঞ্জিনিয়ার মো: জসীম উদ্দিন প্রধান
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদকঃ

বালাদেশে স্বাধীনতার ৫০ বছর পূর্তির সূবর্ণ জয়ন্তী ও মুজিব জন্মশতবার্ষিকীতে যখন বিদেশের বন্ধুপ্রতিম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে এসেছেন তখনই স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক মৌলবাদি গোষ্ঠি হেফাজতের অপতৎপরতা ও বায়তুল মোকারম মসজিদের সামনে দেশবিরোধী কর্মকান্ডের প্রতিবাদ জানিয়েছেন জাপান আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মো: জসীম উদ্দিন প্রধান 


ইঞ্জিনিয়ার মো: জসীম উদ্দিন প্রধান বলেছেন, আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে বাংলাদেশ একটি উন্নয়নের রোল মডেল। এই স্বাধীনতা বিরোধী অপশক্তিগুলো ১৯৭১ সালে যেমন স্বাধীনতা সংগ্রাম মেনে নিতে পারেনি ঠিক পাকিস্থানী ভাবধারায় হেফাজতের নেতারা পরাজিত শক্তিদের এজেন্ডা বাস্তবায়নে আজকে বন্ধু প্রতিম ভারতের প্রধানমন্ত্রীর দেশে আগমনে যে বিশৃংখলা চালিয়েছে এবং বাংলার মাটিতে তাদের কর্মসূচী কোনদিন বাস্তবায়ন করতে দিবে না বলেই তিনি প্রতিবাদ জানাচ্ছেন।