রোমে জেল হত্যা দিবস উপলক্ষে স্মরন সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত

রোমে জেল হত্যা দিবস উপলক্ষে স্মরন সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত

ইতালি প্রতিনিধিঃ
৩রা নভেম্বর জেল হত্যা দিবসে জাতীয় চার নেতার স্মরণে দোয়া ও আলোচনা সভার আয়োজন করে রোম মহানগর আওয়ামী লীগ। ইতালি রাজধানী সুন্দরবন রেষ্টুরেন্টের হল রোমে রোম মহানগর আওয়ামী লীগ সভাপতি শেখ মামুন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক খলিল বন্দুকছির সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগ সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজি।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগ সহ-সভাপতি হাবীব চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক হাদিউল ইসলাম হাদি,আবু তাহের, সাংগঠনিক সম্পাদক জামান মুক্তার, দপ্তর সম্পাদক হাবীব মগদম, ইতালি আওয়ামী লীগ নেতা জুবায়ের আহমেদ রিপন,জহিরুল ইসলাম, এলিন আহমেদ মিঠু, মহিলা বিষয়ক সম্পাদক তুহিনা সুলতানা মলি, ইতালি আওয়ামী লীগ সদস্য  ফারুক ফরাজি, তোফায়েল, মোঃ আলী, সাইফুল ইসলাম। 
এছাড়া অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইতালি মহিলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক নয়না আহমেদ, সহ-সভাপতি উম্মেহানি চৌধুরী।
যুগ্ম সাধারণ সম্পাদক শামীমা আক্তার পপী,মাহবুবা চৌধুরী বাবলী, সাংগঠনিক সম্পাদক তাহমিনা আক্তার।
উদ্বোধনী বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইতালি যুবলীগ নেতা সৈয়দ সুমন।এছাড়া বক্তব্য রাখেন ইতালি যুবলীগ নেতা মহি উদ্দিন মহি,দপ্তর সম্পাদক সুহেল বকসি, সদস্য জয়নাল, সাদ্দাম হোসেন, শেখ রাসেদ অনিক দেওয়ান, ফরহাদ বাবু। স্বেচ্ছাসেবক লীগ ইতালির সাধারন সম্পাদক মাসুদ রানা। রোম মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি  জালাল মাদবর,সহ-সভাপতি আল মাহমুদ,মনির হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক হাজী সুইট,তুসকোলানা আওয়ামী লীগ সাধারন সম্পাদক আব্দুর সাত্তার,রোমা নর্থ আওয়ামী লীগ সাধারন সম্পাদক রানা মাসুদ প্রমূখ। 
এসময় ইতালি আওয়ামী লীগ,মহিলা লীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, শেখ রাসেল জাতিয় শিশু-কিশোর পরিষদ,বঙ্গবন্ধু পরিষদ,আমরা মুক্তিযুদ্ধার সন্তান, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।বক্তারা তাদের বক্তিতায় বলেন,৩ নভেম্বর বাঙালি জাতির জীবনে ১৫ আগস্টের পর আর একটি কলঙ্কময় দিন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকরা বর্বরোচিতভাবে জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার কিছুদিন পরই বাংলাদেশকে নেতৃত্বশুন্য ও মেধাশুন্য করতে বঙ্গবন্ধুর ঘনিষ্ট রাজনৈতিক সহচর জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। ১৯৭৫ সালের ০৩ নভেম্বর ঘাতকরা ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতর নির্মম ও নৃশংসভাবে হত্যা করে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামরুজ্জামানকে।
দ প্রধান অতিথির বক্তব্যে ইতালি আওয়ামী লীগ সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজি মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও ৪ জাতীয় নেতাকে যথাযথ শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে দেশের ইতিহাসের অন্যতম বর্বরোচিত এই কালো অধ্যায়টি স্মরণ করে জাতিয় চার নেতার বিদাহী আত্মার মাগফেরাত কামনা করে হত্যা কারিদের তিব্র ঘৃনা জানিয়ে বলেন,১৯৭১  এর ১৫ আগষ্ট ৩রা নবেম্বর একই সুতায় গাঁথা। এই দুষ্কৃতকারীরা বাংলাদেশ কে নব্য পাকিস্তান বানাতে বার বার বাংলাদেশের উপর আঘাত করেছে আজো ৭১ এর পরাজিত শক্তি বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না।
তার বাংলাদেশ কে নেতৃত্বশূন্য করতে এবং বঙ্গবন্ধুর নাম চিহ্ন মুছে ফেলতে জাতির পিতার সুযোগ্য উত্তরসূরী জননেত্রী শেখ হাসিনার উপর ২৩ বার হামলা করেছে। মহান আল্লাহ্ কৃপায় মাননীয় নেত্রী প্রানে রক্ষা পেয়েনছেন। তাই দেশরত্ন শেখ হাসিনাকে বাঁচাতে হলে আমাদের ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। 
যারা দলে বিভ্রান্ত সৃষ্টি করতে চায় তাদের সব বাদ দিয়ে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানাই ইতালি আওয়ামী লীগ সভাপতি ইদ্রিস ফরাজি।
তিনি দলিয় নেতা-কর্মীদের বিভ্রান্ত না  হয়ে, এদিক-ওদিক ছোটাছুটি না করে মুলধারার সাথে থেকে আওয়ামী লীগ ও জননেত্রী শেখ হাসিনা'র হাতকে শক্তিশালী করার আহবান জানান।ইদ্রিস ফরাজি দলছুটদের উদ্দেশ্যে বলেন, দলে বিরুদ্ধে গুজব না ছড়িয়ে, ষড়যন্ত্র না করে দলের মানুষকে ভালোবাসতে শিখুন। মানুষের পাশে দাঁড়ানোর জন্যই তো দল। সব দম্ভ, অনাচার বাদ দিয়ে বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করুন।’আলোচনা সভা শেষে জাতিয় চার নেতার সহ স্বাধীনতা ও দেশের জন্য যারা আত্মাহুতি দিয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা, জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দেশে ও জাতির কল্যান কামনায় দোয়া ও মুনাজাত করা হয়।

কার্তেসী: স্বাধীন বাংলা টেলিভিশন