মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জন্য আলোকবর্তিকা: ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন প্রধান  

সিনিয়র রিপোর্টার, কচুয়াঃ

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জন্য আলোকবর্তিকা: ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন প্রধান  
ছবি: সংগৃহীত

গর্বিত রক্ত প্রবাহিত কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার যুগোপযোগী কর্মযোগী চিন্তাভাবনার শক্ত হাতটি ধরে বাঙালি জাতি পেয়েছে সেই বহুকাঙ্কিত অর্থনৈতিক চিরমুক্তির স্বাধ উন্নত সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ। এগিয়ে চলেছে দুর্বারগতিতে। একবিংশ শতাব্দিতে এসে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার সুদক্ষ চিন্তাভাবনার কর্মযোগী শক্ত হাতটি ধরে বিশ্ব সভায় আজ নিজেস্ব ভাষা সংকৃতি স্বাধীনতা ও তাঁর শিক্ষা-দীক্ষা ধ্যানে ও জ্ঞানে এবং কর্মযজ্ঞের গুণাবলীতে বিশ্বের দরবারে উন্নত সমৃদ্ধ মর্যাদাশীল বীরের জাতি হিসেবে রূপান্তরিত করতে সক্ষম হয়েছেন। সত্যিই জাতি হিসেবে আজ আমরা গর্বিত বাঙালি জাতি, কৃতজ্ঞ ও প্রাণঢালা অভিন্দন জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আর সেই দেশের গর্বিত নাগরিক ও স্বাধীনতার নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামীলীগের কর্মী হিসাবে বলতে চাই, উন্নত সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশের গর্বিত নাগরিক হিসেবে আমাদেরও আজ দায়-দায়িত্ব বলতে একটা কিছু নিশ্চয়ই রয়েছে? যেমনিভাবে আত্মঘাতী দেশ-বিরোধী দালালদের বিষদাঁত আর কালো হাত ভেঙে দিয়ে সফলতার সঙ্গে সর্বস্তরের গণমানুষের জনকল্যাণকর প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রজ্ঞা-মেধা, যোগ্যতা ও তাঁর অধ্যবসায়ের গুণাগুণে দেশের প্রতিটি মানুষের সেবা সুনিশ্চিত করতে একযোগে সকল সেক্টর গুলোকে উন্নত সমৃদ্ধশালী হিসেবে সুপ্রতিষ্ঠিত করে যাচ্ছেন বিরামহীন নিরন্তর। বাংলার জনগন মাথা উঁচু করে বাঁচতে শিখেছে। যা শিখেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। আর আজ তারই কণ্যা তার বাবার স্বপ্ন বাস্তবায়নের জন্য মহাপরিকল্পনা গ্রহন করেছিলেন যা আজ দৃশ্যমান তথা বাংলার জনগন যার ফল পেতে শুরু করেছেন। তারই হাত ধরে আজ পদ্মা সেতু, শতভাগ বিদুৎ, গ্রাম পেতে যাচ্ছে শহরে ছোয়া, দেশ হচ্ছে উন্নত। সত্যই আজ মনে হচ্ছে বঙ্গবন্ধু আমাদের মাঝে বেঁচে আছে । আর এই বেঁচে থাকা শুধু মাত্র তাঁরই কন্যা দেশরত্ন শেখ হাসিনার দ্বারা। আজ তার ন্যায় পারদর্শিতা শিক্ষা-দীক্ষা, ত্যাগ-তীতিক্ষা, প্রজ্ঞা-মেধা, যোগ্য প্রশিক্ষিত, সৎ-সুন্দর ও ন্যায়পরায়ণ সত্যই অবাক করার মতো। তবে ভয় হয়, এমন নিঃস্বার্থ, আদর্শের প্রতি অবিচল, নির্ভীক, সাহসী, নিখাদ জাতীয়তাবাদী নেতাকে ঘরে ও বাইরে বাংলাদেশের শত্রুরা চিনতে কি ভুল করবে? ওরা তো বঙ্গবন্ধুকে চিনতে ভুল করেনি, তাঁকে এতটুকু ছাড় দেয়নি, এতটুকু রাসেলকে পর্যন্ত রেহাই দেয়নি। আমাদের শত্রুরা এমনই নিষ্ঠুর! আজ এই একজন মানুষের জন্য বাংলাদেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র বারবার ভেস্তে যাচ্ছে। শত্রুরা কি বসে থাকবে? ভয় হয় সারাক্ষণ, হয়তো ষড়যন্ত্র চলছে, ঘরে-বাইরে। শঙ্কায় আমার মত কর্মীদের বুকটা কেঁপে কেঁপে ওঠে বারবার। আমরা না চাইতেই তিনি তো আমাদের সকলের হয়েই সব কাজ করছেন। যুদ্ধাপরাধীদের বিচার থেকে শুরু করে সোনার বাংলা গড়ে তোলার জন্য, অর্থনৈতিক উন্নয়নের জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। শুধু তিনি যদি আল্লাহর রহমতে বেঁচে থাকেন, সুস্থ থাকেন, আমার মন বলে, আমাদের আর কোনো ভয় নেই। কারণ তিনি তো আমাদের বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। 


লেখক:
জাপান আওয়ামী লীগের সাধারন সম্পাদক, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোয়ন প্রত্যাশী কচুয়ার কৃতি সন্তান এবং বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ কেন্দ্রীয় নির্বাহী  কমিটির অন্যতম প্রেসিডিয়াম সদস্য  জননেতা ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন প্রধান।