বাংলাদেশ জাতীয় সুন্নি ওলামা-মাশায়েখ পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন উদযাপন 

বাংলাদেশ জাতীয় সুন্নি ওলামা-মাশায়েখ পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন উদযাপন 
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদকঃ

মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত স্বাধীনতার স্বপক্ষের ওলামা মাশায়েখদের নিয়ে গঠিত বাংলাদেশ জাতীয় সুন্নি ওলামা-মাশায়েখ পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র এবং জননেত্রী শেখ হাসিনার স্নেহের ছোট ভাই শহিদ শেখ রাসেল এর ৫৮ তম শুভ জন্মদিন উদযাপন উপলক্ষে আলোচনা দোয়া ও মিষ্টি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ১৮ অক্টোবর ২০২১ রোজ সোমবার সকাল ১০ ঘটিকায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তন কনফারেন্স লাউঞ্জে। 


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এম নাজিম উদ্দিন আল আজাদ, সাবেক মন্ত্রী ধর্ম ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও সাবেক হুইপ বাংলাদেশ জাতীয় সংসদ। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়াল আলোচনা করেন চাঁদপুর-১ কচুয়া আসনে আগামী দ্বাদশ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী, কচুয়ার কৃতি সন্তান, বঙ্গবন্ধুর স্নেহ প্রাপ্ত, জে বি ওয়ান কর্পোরেশনের সন্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক, মিডিয়া ব্যাক্তিত্ব, ৮০ দশকের সাবেক ছাত্রনেতা, জাপান আওয়ামী লীগের সংগ্রামী সাধারন সম্পাদক ও বাংলাদেশ জাতীয় সুন্নি ওলামা-মাশায়েখ পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোঃ জসীম উদ্দিন প্রধান, উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব আনোয়ার হোসেন, সাবেক ডিআইজি, বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ, ঢাকা। 

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, হাকীম মাওলানা আনছার আহমদ সিদ্দিকী, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাংলাদেশ জাতীয় সুন্নি ওলামা মশায়েখ পরিষদ কেন্দ্রীয় কমিটি।


ভার্চুয়াল আলোচনা সভায় জাপান থেকে ইঞ্জিনিয়ার মোঃ জসীম উদ্দিন প্রধান বলেন, ‘‘বিনম্র শ্রদ্ধাঞ্জলি। প্রিয় রাসেল ভাইয়ের বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ যেন উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আপনার ওই কচি বুকের রক্তে ভেজা এই স্বাধীন বাংলা, তবে কেন এখনো হয়নি এ দেশে কলুষতা মুক্ত, কেন হয়নি স্বনির্ভরতার দেশ ও সচেতন জাতি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। পৃথিবীর শিশুদের উপর অত্যাচার ও শিশুহত্যা চিরতরে বন্ধ করা হোক। আর কোন রাছেল যেন এই বয়সে মৃত্যুবরণ করতে না হয়।’’