বীর মুক্তিযোদ্বা গোলাম কিবরিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ৭দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন। 

বীর মুক্তিযোদ্বা গোলাম কিবরিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ৭দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন। 

আজিজুর রহমান মুন্না  সিরাজগঞ্জঃ "মুুুুজিব শতবর্ষে- নারীদের জীবনমান উন্নয়নের জন্য  এবং আর্থ- কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য-     
সিরাজগঞ্জে  ৮টি উপজেলায়  ৭ দিন ব্যাপী ৫টি ট্রেডের প্রশিক্ষণ কর্মসূচী'র উদ্বোধন করা হয়। 

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বীরমুক্তিযোদ্বা গোলাম কিবরিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে দীর্ঘ মেয়াদী এ প্রশিক্ষণ শুরু করা হয়েছে।

শনিবার (১৩ মার্চ -২০২১) সিরাজগঞ্জ শহরে প্রাচীনতম বিদ্যাপীঠ  ভিক্টোরিয়া হাই স্কুলে প্রাঙ্গণে- উক্ত প্রশিক্ষণ কর্মসূচী'র শুভ উদ্বোধন করেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কানিজ ফাতেমা। 

এতে সভাপতিত্ব করেন,  বীরমুক্তিযোদ্বা গোলাম কিবরিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নুসরাত জাহান ইলোরা। 

 এসময় আরো  বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ  সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনাহেনা , আওয়ামীলীগ নেত্রী ফারজানা সিদ্দিকা অপু বারী, প্রোগ্রাম ফর ইউমেন্ট ডেভলপমেন্ট (পিউব্লিউ) নির্বাহী পরিচালক হুসনে আরা জলি, মল্লিকা মহিলা উন্নয়ন সংস্থা নির্বাহী পরিচালক শিরিন ফেরদৌসী সুমি, মানবাধিকার কর্মী মোঃ রফিকুল ইসলাম, হাট ছোনগাছা মহিলা উন্নয়ন সংস্থা নির্বাহী পরিচালক শেলীনা নাজনিন শেলী, রুপায়ন মহিলা উন্নয়ন সংস্থা নির্বাহী পরিচালক আইরিন পারভীন প্রমূখ।