ফুলবাড়ীতে তৃতীয় শ্রেণির কর্মচারীদের কর্মবিরতি

ফুলবাড়ীতে তৃতীয় শ্রেণির কর্মচারীদের কর্মবিরতি

মেহেদী হাসান, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা ভ‚মি অফিসের তৃতীয় শ্রেণির কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। এতে সেবা না পেয়ে ফিরে যেতে হচ্ছে সাধারণ মানুষদের,চরম ভোগান্তিতে পড়েছেন তারা।
পদবী পরিবর্তন ও উন্নত বেতন স্কেলের দাবীতে একযোগে বিভাগীয় কমিশনারের কার্যালয়,জেলা প্রশাসকের কার্যালয়,উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার (ভ‚মি) এর কার্যালয়ে কর্মরত ৩য় শ্রেণীর কর্মচারীদের প‚র্ণ দিবস কর্মবিরতি ও অবস্থান কর্মস‚চি গত মঙ্গলবার (১মার্চ) থেকে শুরু হয়। এরই ধারাবাহিকতায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা ভ‚মি অফিসে কর্মবিরতি পালন করছেন কর্মচারীরা। 
গতকাল বুধবার সরেজমিনে ফুলবাড়ী উপজেলা ভ‚মি অফিসে গিয়ে দেখা যায় সকাল থেকে অফিস কক্ষে তালা ঝুলিয়ে কর্মবিরতি পালন করছেন কর্মচারীরা। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা সাধারণ মানুষ,সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন।
বাংলাদেশ ভ‚মি প্রশাসন সহকারী সমিতি ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম বলেন, আমরা ১৬তম গ্রেডে চাকুরিতে যোগদান করেছি। তহসিলদারগণ ১৭ তম গ্রেডে যোগদান করলেও তাদেরকে ১২ ও ১৩তম গ্রেডে বেতন প্রদান করছেন। অথচ আমরা একই পরিবারের হলেও আগের গ্রেডেই রয়েছি। এটা আমাদের প্রতি বৈষম্য করা হচ্ছে। ১মার্চ থেকে কর্মবিরতি শুরু হয়েছে। দাবী আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলেও জানান তিনি।'
কর্মবিরতিতে উপস্থিত ছিলেন ক্রেডিট চেকিং কাম সাইরাত সহকারী রহমত আলী, নাজির কাম ক্যাশিয়ার আতিউর রহমান, সার্টিফিকেট সহকারী নাইলা আনজুমান, মিউটেশন সহকারী মনোজ কুমার শীল প্রমুখ।
এদিকে সেবা নিতে আসা গ্রহকরা জানান, গত মঙ্গলবার (১মার্চ) এসে ফিরে গেছি। আজও কাজ হলো না, তাই ফিরে যেতে হচ্ছে।' একই কথা বলেন কাটাবাড়ী গ্রামের ফাতেমা ভুমির কাজে এসেছিলাম কর্মবিরতি থাকায় ফিরে যেতে হচ্ছে। কবে অফিস খুলবে কেউ বলতে পারছেনা।'এভাবে প্রতিদিন শত শত মানুষ সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। 
বিষয়টি নিয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার ভ‚মি মোছা: শামিমা আক্তার জাহান বলেন, এবিষয়ে আমি কিছুই বলতে পারবো না, বিষটি উর্ধতন কর্মকর্তারা দেখছেন। তবে আশা করা যায় আগামী সপ্তাহের মধ্যেই সমস্যা সমাধান হবে।