পঞ্চগড়ে সাবেক গাড়াতি ছিটমহল নেতার শাস্তি ও বিচার চায় স্থানীয়রা

পঞ্চগড়ে সাবেক গাড়াতি ছিটমহল নেতার শাস্তি ও বিচার চায় স্থানীয়রা

পঞ্চগড় সদর উপজেলায় ছিটমহল বিনিময় কমিটিরক (পঞ্চগড় ও নীলফামারী জেলা ) সভাপতি মহিফাজার রহমান ও  তার ছোট ভাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারী আলিম মাদ্রাসার  অধ্যক্ষ মোজাম্মেল হকে দৃষ্টান্ত মূলক শাস্তি ও বিচারের দাবীতে মানববন্ধন করছে স্থানীয় সাবেক ৭৮নং  গাড়াতি ছিটমহলের বাসিন্দারা। 


আজ শনিবার  (৬ ফেব্রুয়ারিত) দুপুরে জেলার সদর উপজেলাধীন হাফিজাবাদ ইউনিয়নের বিলুপ্ত ওই ছিটমহলের  পূর্ব বাগান সংলগ্ন সড়কে সামনে মানববন্ধন ও পরে বিক্ষোভ মিছিল করে স্থানীয় ছিটমহলের বাসিন্দারা। 

 এসময় মানববন্ধনে তারা জানান, গত বৃহস্পতিবার বিকেলে 'সাবেক গাড়াতি ছিটমহলের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারী আলিম মাদ্রাসার শিক্ষক নিয়োগে একটি অনিয়মের অভিযোগে তদন্ত আসেন রংপুর বিভাগীয় মাধ্যামিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসের  উপ -পরিচালক  আখতারুজ্জামান৷ ওই অভিযোগের স্বাক্ষী ছিলেন স্থানীয় আফাজ উদ্দিনের ছেলে মমিনুল ইসলাম। এসময় তদন্ত শেষে ওই কর্মকর্তা মাদ্রাসা থেকে চলে যাওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারী আলিম মাদ্রাসা মাঠ থেকে তুলে মাদ্রাসার একটি শ্রেণীকক্ষে অবরুদ্ধ করে রাখ  স্থানীয় মমিনুল ইসলামকে পরে তাাাা কেকে পরিকল্পিত ভাবে সন্ত্রাসী কায়দায় হামলা ও মারধর করে সাবেক ছিটমহলের নেতা ও মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মফিজার রহমান ও তার ছোট ভাই মোজাম্মেল হক ও ওই মাদ্রাসার কয়েকজন শিক্ষক। এদিকে স্থানীয়রা মমিনকে রক্ষা করতে না পেরে সাথে সাথে পুুলশকে খবর 
দি পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় মমিনকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন এবং বর্তমানে মমিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।  তবে এদিকে স্থানীয়দের দাবী গতকাল শুক্রবার হামলার শিকর মমিনের পরিবার সদর থানায় মামলা দায়ের করতে গেলে মামলার রের্কড করতে পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানান বলে মানববন্ধে অভিযোগ করেন৷ 

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক গাড়াতি ছিটমহললের বাসিন্দা আফসার আলী, নুর মোহাম্মদ, সামিউল, জবেদ আলী প্রমূখ।

এদিকে ভুক্তভোগী মমিনুল ইসলাম বলেন, ‘ মফিজার ও তার ভাই মোজাম্মেলসহ মাদ্রাসার শিক্ষকরা আমাকে রুমে অবরুদ্ধ করে হামলা চালায় আমি  ঘটনার পরদিনই সদর থানায় এজহার দায়ের করেছি কিন্তু মামলার রেকর্ড এখনও করা হয়নি । আমি প্রশাসনের কাছে মফিজার ও তার ভাইয়ে বিচার চাই এবং তাদের দুই ভাইয়ের সকল প্রকার অনিয়ম,অপকর্ম ও দূর্নীতির বিষয়টি তদন্ত করে শাস্তি কামনা করছি।

এবিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহম্মদ জানান,বিষয়টি আমি তেমন জানি না  তারা যে কখন এজাহার দাখিল করেছে আমি এবিষয়ে জানি না তবে থানায় মুন্সির কাছে জানা যাবে এজাহার দাখিল করছে কি না। তবে আমি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।