নানা কর্মসূচির মধ্য দিয়ে ফিনল্যান্ডে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ পালন 

নানা কর্মসূচির মধ্য দিয়ে ফিনল্যান্ডে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ পালন 
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদকঃ

ফিনল্যান্ড আওয়ামী লীগের উদ্যোগে যথাযথ মর্যাদা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ পালন করেছে। জাতির পিতার জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষ্যে ফিনল্যান্ড আওয়ামী লীগ বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করে।

রবিবার (২৫ জুলাই) এসোপো শহরের অভিজাত এলাকায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন শুরু হয়। দিবসের কর্মসূচির দ্বিতীয় অংশ পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে শুরু হয়। এ সময় ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের শহিদ সদস্যদের ও মহান মুক্তিযুদ্ধে শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত ও বাংলাদেশের শান্তি ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও  মোনাজাত করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন, ফিনল্যান্ড আওয়ামী লীগের সভাপতি সভাপতি মোঃ হুমায়ুন কবির  সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, সহ-সভাপতি পলাশ কামালী, মোস্তাফা আজাদ বাপ্পী, ডক্টর জহিরুল ইসলাম, ফিনল্যান্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দা ইয়াসমিন  বিথী, সাধারণ সম্পাদক পারভীন ইসলাম মুন্নি, টিপু হোসেন  সোহেল আহমেদ, নেয়ামত উল্লাহ, অভীক হোসেন, শুভ হোসেন, রোমানা হুমায়ুন, রিমা লায়লা, নূসরাত হোসেন, ইমরান আহমেদ প্রমুখ।

এসময় বিভিন্ন শহর থেকে অনেকেই অংশ নেন। পরিশেষে বনভোজন সম্পন্ন করা হয়।