নওগাঁর মান্দায় মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত

নওগাঁর মান্দায় মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত
ছবি: সংগৃহীত

মোঃ ওয়াশিম রাজু, নওগাঁ: নওগাঁর মান্দায় মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মুক্তিযোদ্ধার ছেলে সহ ৩ জন গুরুতর আহত হয়েছে। উপজেলার ভারশোঁ ইউপির বিলমান্দা মৌজার পশ্চিম ধার ছুটিপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

অভিযোগ সূত্রে জানা যায়, ছুটিপুর গ্রামের সাধারণ জনসাধারণকে জিম্মি করে দীর্ঘদিন ধরে বিলমান্দার মৌজা নলডাঙ্গা এলাকায় প্রভাবশালী মালা বক্স, এলাহী বক্স, ফজলুর রহমান, উজ্জাল হোসেন, খুশবর আলী, নজরুল ইসলাম সহ বেশ কিছু লোকজন জবর দখল করে আসছিল। এতে করে এলাকার হতদরিদ্র মৎস্যজীবীরা মাছ ধরা থেকে বঞ্চিত 
হয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় ৪ ডিসেম্বর শুক্রবার দুপুর ১২ টার সময় মিজানুর রহমান সহ কয়েকজন মাছ ধরার জন্য সরকারি খাস বিলমান্দার পশ্চিম নলডাঙ্গা এলাকায় গেলে প্রতিপক্ষ মালা বক্স, এলাহী বক্স, ফজলুর রহমান, উজ্জাল হোসেন সহ ১৫ থেকে ২০ জন কুচক্রী প্রভাবশালীরা সঙ্গবদ্ধ হয়ে বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নিরীহ মৎস্যজীবীদের ওপর  হামলা চালায়।

এতে করে মিজানুর রহমান পিতাঃ মৃত মজির উদ্দিন শিকারি, জাহাঙ্গীর আলাম জুয়েল পিতা-মৃত একেএম ফজলুল হক, তোতা শিকারি পিতা: আব্দুস সালাম শিকারি। গুরুতর আহত হয়।

তাদের ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন, এদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

এঘটনায় এলাকায় এক উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে, এলাকাবাসী দোষীদের শাস্তির দাবি জানান। 

ঘটনার দিন আহত জাহাঙ্গীর আলম জুয়েল এর মা মুক্তিযোদ্ধা একেএম ফজলুল হকের স্ত্রী বাদী হয়ে মান্দা থানায় একটি অভিযোগ দায়ের করেন।


এ ব্যাপারে মান্দা থানা অফিসার ইনচার্জ ওসি শাহিনুর রহমান জানান,  ঘটনায় একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।